শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

সৌদিগামীদের পাসপোর্ট জমার জটিলতার অবসান, দায় স্বীকার করল বায়রা

#
news image

তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিগামীদের পাসপোর্ট জমা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান হয়েছে। সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কাজ আগের মতো ঢাকার সৌদি আরবের দূতাবাস থেকে করা হচ্ছে। এ জটিল পরিস্থিতি তৈরি করার জন্য দায় স্বীকার করে নিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। রোববার (১৬ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক করেন বায়রা সদস্যরা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

বায়রার সহ-সভাপতি শামীম নোমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রোববার রাষ্ট্রদূতের সঙ্গে বায়রার সভাপতি, আমি ও ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাষ্ট্রদূত বলেছেন, গত ৭ তারিখের নোটিশে বলা হয়েছে, পাসপোর্টসহ সব কার্যক্রম দূতাবাসেই হবে। এরপর দূতাবাস তো আর কোনো নোটিশ দেয়নি। তোমরা তারপরও কাল গণমাধ্যমে ডেকে এ কাজটা করতে গেলে কেন? আমি তো বলিনি। তখন আমরা বলেছি, আমাদের অন্যায় হয়েছে।

বায়রার সহ-সভাপতি বলেন, আমরা রাষ্ট্রদূতকে বলেছি, আপনার সঙ্গে আমাদের কথা বলা উচিত ছিল। যেহুতু আমরা অফিসিয়ালি কোনো নোটিশ পাইনি। কিন্তু আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে শাপলা সেন্টারের নোটিশটি। তখন রাষ্ট্রদূত বলেছেন সেখানে দূতাবাসের কোনো সিল আছে? দূতাবাসের কোনো রেফারেন্স আছে? তিনি বলেছেন, কারা একটা রেফারেন্স দিল সেটা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়লে; কিছু না জেনে এটা করা ঠিক হয়নি। আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।

দূতাবাসের কোনো বার্তা ছাড়া শাপলা সেন্টারের নোটিশে বায়রার এমন দায়িত্বহীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে শামীম নোমান চৌধুরী বলেন, এটা ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার আমাদের যে সদস্যরা গিয়েছিল তাদেরকে মৌখিকভাবে একটা নোটিশ দিয়েছিল, সেখান থেকে ভুল বোঝাবুঝি হয়েছিল। দ্বিতীয় ভুল বোঝাবুঝি হয় শাপলা নোটিশ দিয়েছে কীভাবে পাসপোর্ট জমা দেবে। এ দুটো জিনিস আমাদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। তবে এখন এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। দূতাবাসের গত ৭ তারিখের নোটিশই বলবৎ আছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর একটি হোটেলে এক জরুরি সভা শেষে রোববার (১৬ অক্টোবর) থেকে ঢাকায় সৌদি আরবের দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দিয়েছিল বায়রা।

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  11:10 PM

news image

তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিগামীদের পাসপোর্ট জমা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান হয়েছে। সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কাজ আগের মতো ঢাকার সৌদি আরবের দূতাবাস থেকে করা হচ্ছে। এ জটিল পরিস্থিতি তৈরি করার জন্য দায় স্বীকার করে নিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। রোববার (১৬ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক করেন বায়রা সদস্যরা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

বায়রার সহ-সভাপতি শামীম নোমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রোববার রাষ্ট্রদূতের সঙ্গে বায়রার সভাপতি, আমি ও ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাষ্ট্রদূত বলেছেন, গত ৭ তারিখের নোটিশে বলা হয়েছে, পাসপোর্টসহ সব কার্যক্রম দূতাবাসেই হবে। এরপর দূতাবাস তো আর কোনো নোটিশ দেয়নি। তোমরা তারপরও কাল গণমাধ্যমে ডেকে এ কাজটা করতে গেলে কেন? আমি তো বলিনি। তখন আমরা বলেছি, আমাদের অন্যায় হয়েছে।

বায়রার সহ-সভাপতি বলেন, আমরা রাষ্ট্রদূতকে বলেছি, আপনার সঙ্গে আমাদের কথা বলা উচিত ছিল। যেহুতু আমরা অফিসিয়ালি কোনো নোটিশ পাইনি। কিন্তু আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে শাপলা সেন্টারের নোটিশটি। তখন রাষ্ট্রদূত বলেছেন সেখানে দূতাবাসের কোনো সিল আছে? দূতাবাসের কোনো রেফারেন্স আছে? তিনি বলেছেন, কারা একটা রেফারেন্স দিল সেটা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়লে; কিছু না জেনে এটা করা ঠিক হয়নি। আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।

দূতাবাসের কোনো বার্তা ছাড়া শাপলা সেন্টারের নোটিশে বায়রার এমন দায়িত্বহীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে শামীম নোমান চৌধুরী বলেন, এটা ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার আমাদের যে সদস্যরা গিয়েছিল তাদেরকে মৌখিকভাবে একটা নোটিশ দিয়েছিল, সেখান থেকে ভুল বোঝাবুঝি হয়েছিল। দ্বিতীয় ভুল বোঝাবুঝি হয় শাপলা নোটিশ দিয়েছে কীভাবে পাসপোর্ট জমা দেবে। এ দুটো জিনিস আমাদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। তবে এখন এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। দূতাবাসের গত ৭ তারিখের নোটিশই বলবৎ আছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর একটি হোটেলে এক জরুরি সভা শেষে রোববার (১৬ অক্টোবর) থেকে ঢাকায় সৌদি আরবের দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দিয়েছিল বায়রা।