শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন নিয়ন্ত্রণে

#
news image

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে লাগা আগুন দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’ যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের দেড়ঘন্টা পর আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন হয়নি। 

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  8:37 PM

news image

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে লাগা আগুন দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’ যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের দেড়ঘন্টা পর আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন হয়নি।