শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

এতিম শিক্ষার্থীদের জন্য তৈরি করবেন খাতা-বিদ্যানন্দ ফাউন্ডেশন 

#
news image

সদ্য বিদায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। প্রার্থীদের লাগানো পোস্টার ও লিফলেট ফেলে না দিয়ে সংগ্রহ করে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের খাতা বানানোর উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার পোস্টার-লিফলেট সংগ্রহ করে এ সংগঠন। মঙ্গলবার অবশিষ্ট এলাকা থেকে আরও ১০ হাজার পোস্টার ও লিফলেট সংগ্রহ করা হবে।

এসব পোস্টার-লিফলেট দিয়ে প্রায় এক হাজার খাতা বানানো যাবে বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা। যা ৫০০ এতিম শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নগরীর ওয়াসা, সিআরবি, দামপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে পোস্টার সংগ্রহ করেন তারা। এখন ও নগরীর অলিতে গলিতে, মোড়ে-মোড়ে আর রাজপথে ঝুলছে নির্বাচনী পোস্টার। এসব পোস্টার ও অবব্যহৃত লিফলেট দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা এতিম শিশুদের জন্য তৈরি করবেন লেখার খাতা; পোস্টার মোড়ানো প্লাস্টিক ব্যবহার করা হবে চাল-ডাল প্যাকেজিংয়ে।

এছাড়া ব্যানার দিয়ে স্কুলব্যাগ বানানো হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, নির্বাচনের ব্যানার ও পোস্টারে ঢেকে যায় নগরী। নির্বাচনের পর তো এসব কোন কাজে আসে না। আমরা যদি এসব পোস্টার বাচ্চাদের লেখার কাজে ব্যবহার করি, তাহলে একদিকে আমরা যেমন নির্বাচনী পোস্টারের জঞ্জাল থেকে মুক্তি পাবো, অন্যদিকে সুবিধাবঞ্চিত এই শিশুদেরও পড়াশোনার উপকার হবে। আমরা নির্বাচনের পরদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার পোস্টার সংগ্রহ করি। এছাড়া নির্বাচনের দিনও স্টেডিয়াম এলাকা থেকে অব্যবহৃত কিছু লিফলেট সংগ্রহ করি। এগুলো দিয়েও শিশুদের খাতা বানানো যাবে।

তিনি আরও বলেন, বিদ্যানন্দের শিক্ষার্থীদের সারা বছরের সকল বই-খাতা সরবরাহ করি আমরাই। ফলে প্রচুর খাতা দরকার হয় আমাদের। এমনও শিক্ষার্থী আছে যারা ক্যালেন্ডারের পেছনে লিখে, পেন্সিলে লেখা খাতা রাবার দিয়ে মুছে আবার ব্যবহার করে। এই খাতার চাহিদা মেটানোর উপায় দেখতে পাই আমরা নির্বাচনী পোস্টারে।

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম

১০ জানুয়ারি, ২০২৪,  4:03 PM

news image

সদ্য বিদায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। প্রার্থীদের লাগানো পোস্টার ও লিফলেট ফেলে না দিয়ে সংগ্রহ করে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের খাতা বানানোর উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার পোস্টার-লিফলেট সংগ্রহ করে এ সংগঠন। মঙ্গলবার অবশিষ্ট এলাকা থেকে আরও ১০ হাজার পোস্টার ও লিফলেট সংগ্রহ করা হবে।

এসব পোস্টার-লিফলেট দিয়ে প্রায় এক হাজার খাতা বানানো যাবে বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা। যা ৫০০ এতিম শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নগরীর ওয়াসা, সিআরবি, দামপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে পোস্টার সংগ্রহ করেন তারা। এখন ও নগরীর অলিতে গলিতে, মোড়ে-মোড়ে আর রাজপথে ঝুলছে নির্বাচনী পোস্টার। এসব পোস্টার ও অবব্যহৃত লিফলেট দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা এতিম শিশুদের জন্য তৈরি করবেন লেখার খাতা; পোস্টার মোড়ানো প্লাস্টিক ব্যবহার করা হবে চাল-ডাল প্যাকেজিংয়ে।

এছাড়া ব্যানার দিয়ে স্কুলব্যাগ বানানো হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, নির্বাচনের ব্যানার ও পোস্টারে ঢেকে যায় নগরী। নির্বাচনের পর তো এসব কোন কাজে আসে না। আমরা যদি এসব পোস্টার বাচ্চাদের লেখার কাজে ব্যবহার করি, তাহলে একদিকে আমরা যেমন নির্বাচনী পোস্টারের জঞ্জাল থেকে মুক্তি পাবো, অন্যদিকে সুবিধাবঞ্চিত এই শিশুদেরও পড়াশোনার উপকার হবে। আমরা নির্বাচনের পরদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার পোস্টার সংগ্রহ করি। এছাড়া নির্বাচনের দিনও স্টেডিয়াম এলাকা থেকে অব্যবহৃত কিছু লিফলেট সংগ্রহ করি। এগুলো দিয়েও শিশুদের খাতা বানানো যাবে।

তিনি আরও বলেন, বিদ্যানন্দের শিক্ষার্থীদের সারা বছরের সকল বই-খাতা সরবরাহ করি আমরাই। ফলে প্রচুর খাতা দরকার হয় আমাদের। এমনও শিক্ষার্থী আছে যারা ক্যালেন্ডারের পেছনে লিখে, পেন্সিলে লেখা খাতা রাবার দিয়ে মুছে আবার ব্যবহার করে। এই খাতার চাহিদা মেটানোর উপায় দেখতে পাই আমরা নির্বাচনী পোস্টারে।