শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

ফেব্রুয়ারিতে ব্যাংক ঋণের সুদহার আরও বাড়ল

#
news image

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে তারল্য কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ঋণের সুদহার দ্রুত বাড়ছে। গত জানুয়ারি মাসের ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট) বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে গ্রাহক পর্যায়ে সুদহার ঠেকেছে ১২ দশমিক ৪৩ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইএমএফের ঋণের শর্ত পরিপালনের জন্য গত জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত সুদহারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ।

নতুন ব্যবস্থায় ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার তথা সিক্সমান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সঙ্গে একটি মার্জিন যোগ করে সর্বোচ্চ সুদহারের সীমা নির্ধারিত হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার হিসেবে পরিচিতি রেপোর সুদহার বাড়িয়ে গত ১৭ জানুয়ারি ৮ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে সরকারের ঋণ চাহিদার পুরোটাই এখন বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে।

এর আগে সরকারের ঋণ চাহিদার বেশিরভাগই সরবরাহ করছিল কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে টাকা উঠে আসা অব্যাহত আছে। সব মিলিয়ে বাজারে তারল্য সংকট তৈরি হয়ে ট্রেজারি বিলের সুদহার দ্রুত বাড়ছে। এতে করে আমানতের সুদহারও বাড়ছে।

নাগরিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  10:33 PM

news image

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে তারল্য কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ঋণের সুদহার দ্রুত বাড়ছে। গত জানুয়ারি মাসের ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট) বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে গ্রাহক পর্যায়ে সুদহার ঠেকেছে ১২ দশমিক ৪৩ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইএমএফের ঋণের শর্ত পরিপালনের জন্য গত জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত সুদহারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ।

নতুন ব্যবস্থায় ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার তথা সিক্সমান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সঙ্গে একটি মার্জিন যোগ করে সর্বোচ্চ সুদহারের সীমা নির্ধারিত হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার হিসেবে পরিচিতি রেপোর সুদহার বাড়িয়ে গত ১৭ জানুয়ারি ৮ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে সরকারের ঋণ চাহিদার পুরোটাই এখন বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে।

এর আগে সরকারের ঋণ চাহিদার বেশিরভাগই সরবরাহ করছিল কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে টাকা উঠে আসা অব্যাহত আছে। সব মিলিয়ে বাজারে তারল্য সংকট তৈরি হয়ে ট্রেজারি বিলের সুদহার দ্রুত বাড়ছে। এতে করে আমানতের সুদহারও বাড়ছে।