শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

বিপিএলে খুলনায় তামিম, ঢাকায় তাসকিন

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে একজন করে স্থানীয় খেলোয়াড় নেওয়ার নিয়ম রেখেছিল। সবগুলো দলই সরাসরি চুক্তিতে একজন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে শনিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।বিপিএলের নবম আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

সবার আগে সিলেট স্ট্রাইকার্স মাশরাফিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। আর সবশেষ সংযোজন হলো তাসকিন। তিনি খেলবেন ঢাকার হয়ে।এ ছাড়া সাকিব ফরচুন বরিশাল, তামিম খুলনা টাইগার্স, মুস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সোহান রংপুর রাইডার্স, আফিফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন। বিদেশি ক্রিকেটারদেরও ফ্র্যাঞ্চাইজিগুলো সুবিধামতো চূড়ান্ত করে নিচ্ছে। এখন বাকি আছে ড্রাফট। সেটি ২৩ নভেম্বর হওয়ার কথা রয়েছে। ড্রাফটের মধ্য দিয়ে পুরো দল গঠনের প্রক্রিয়া শেষ হবে।

তিন আসরের জন্য ৭টি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেয়েছে। বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেড, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের হাতে। আর ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেডের কাছে থাকলেও শেষ পরিবর্তন হয়। নতুন মালিকানা পেয়েছে রুপা ফেব্রিক্স।

২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  12:43 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে একজন করে স্থানীয় খেলোয়াড় নেওয়ার নিয়ম রেখেছিল। সবগুলো দলই সরাসরি চুক্তিতে একজন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে শনিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।বিপিএলের নবম আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

সবার আগে সিলেট স্ট্রাইকার্স মাশরাফিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। আর সবশেষ সংযোজন হলো তাসকিন। তিনি খেলবেন ঢাকার হয়ে।এ ছাড়া সাকিব ফরচুন বরিশাল, তামিম খুলনা টাইগার্স, মুস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সোহান রংপুর রাইডার্স, আফিফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন। বিদেশি ক্রিকেটারদেরও ফ্র্যাঞ্চাইজিগুলো সুবিধামতো চূড়ান্ত করে নিচ্ছে। এখন বাকি আছে ড্রাফট। সেটি ২৩ নভেম্বর হওয়ার কথা রয়েছে। ড্রাফটের মধ্য দিয়ে পুরো দল গঠনের প্রক্রিয়া শেষ হবে।

তিন আসরের জন্য ৭টি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেয়েছে। বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেড, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের হাতে। আর ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেডের কাছে থাকলেও শেষ পরিবর্তন হয়। নতুন মালিকানা পেয়েছে রুপা ফেব্রিক্স।

২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।