শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রুট

#
news image

টেস্ট অধিনায়ক হিসেবে টানা ব্যর্থতার পর অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট। গত কয়েক মাস ধরেই ইংলিশ টেস্ট অধিনায়ককে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তো রুটকে বাতিলই করে দিয়েছিলেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে রুটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিজ্ঞপ্তিতে রুট বলেছেন, 'টেস্টে আমার দেশের নেতৃত্ব দেওয়া সব সময়ই খুব উপভোগ করেছি, কিন্তু একই সঙ্গে এটার ধকল পড়েছে আমার ওপর। এটা আমার খেলার বাইরের জীবনেও কতটা প্রভাব ফেলছে, সেটি সাম্প্রতিক সময়ে বুঝতে শুরু করেছি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই। দলের কাজে আসে এমনভাবে খেলতে চাই। পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ ও কোচদের যতটা সম্ভব সাহায্য করতে আমি উন্মুখ হয়ে আছি। '৩১ বছর বয়সী রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় মাত্র ১টি! গত অ্যাশেজে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে।

এরপর থেকেই সমালোচনা চলছে তার অধিনায়কত্ব নিয়ে। পাঁচ বছরে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি ২৭টি জয় তুলে নিয়েছেন রুট। একই সঙ্গে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ হারের রেকর্ডও জুটেছে তার কপালে। শোনা যাচ্ছে, রুটের পরবর্তী অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

প্রখ/ সাদ্দাম

 

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  8:08 AM

news image

টেস্ট অধিনায়ক হিসেবে টানা ব্যর্থতার পর অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট। গত কয়েক মাস ধরেই ইংলিশ টেস্ট অধিনায়ককে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তো রুটকে বাতিলই করে দিয়েছিলেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে রুটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিজ্ঞপ্তিতে রুট বলেছেন, 'টেস্টে আমার দেশের নেতৃত্ব দেওয়া সব সময়ই খুব উপভোগ করেছি, কিন্তু একই সঙ্গে এটার ধকল পড়েছে আমার ওপর। এটা আমার খেলার বাইরের জীবনেও কতটা প্রভাব ফেলছে, সেটি সাম্প্রতিক সময়ে বুঝতে শুরু করেছি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই। দলের কাজে আসে এমনভাবে খেলতে চাই। পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ ও কোচদের যতটা সম্ভব সাহায্য করতে আমি উন্মুখ হয়ে আছি। '৩১ বছর বয়সী রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় মাত্র ১টি! গত অ্যাশেজে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে।

এরপর থেকেই সমালোচনা চলছে তার অধিনায়কত্ব নিয়ে। পাঁচ বছরে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি ২৭টি জয় তুলে নিয়েছেন রুট। একই সঙ্গে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ হারের রেকর্ডও জুটেছে তার কপালে। শোনা যাচ্ছে, রুটের পরবর্তী অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

প্রখ/ সাদ্দাম