ঝিনাইদহে জাতীয় পাট দিবসে পাটের বহুমুখী ব্যবহারে এগিয়ে আসার আহ্বান

#
news image

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেল। বক্তারা পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কৃত করা হয়।

 

 

 

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৬ মার্চ, ২০২৪,  5:30 PM

news image
ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালন উপালক্ষ্যে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেল। বক্তারা পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কৃত করা হয়।