ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর
২১ ফেব্রুয়ারি, ২০২৪, 4:24 PM
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে দিবসের শুভ সূচনার মধ্যে দিয়ে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে প্রথমেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফরিদপুর-১ আসনে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত এমপি মোঃ আব্দুর রহমান। এরপরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে আজাদ, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) সহ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম (বিপিএম)সহ কর্মকর্তাবৃন্দ,
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়িক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এর আগে শুরতেই শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। (একুশে ফেব্রুয়ারি) বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবণসহ অন্যান্য সরকারি বেসরকারি ভবণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বুধবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। এছাড়াও সকাল ৯ টা থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।
নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর
২১ ফেব্রুয়ারি, ২০২৪, 4:24 PM
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে দিবসের শুভ সূচনার মধ্যে দিয়ে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে প্রথমেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফরিদপুর-১ আসনে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত এমপি মোঃ আব্দুর রহমান। এরপরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে আজাদ, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) সহ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম (বিপিএম)সহ কর্মকর্তাবৃন্দ,
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়িক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এর আগে শুরতেই শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। (একুশে ফেব্রুয়ারি) বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবণসহ অন্যান্য সরকারি বেসরকারি ভবণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বুধবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। এছাড়াও সকাল ৯ টা থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।