শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিলেন গায়িকা

#
news image

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। জি বাংলার এই রিয়ালিটি শো-এ মেন্টরের ভূমিকায় রয়েছেন অন্যতম সঙ্গীত শিল্পী জোজো মুখোপাধ্যায়। রিয়ালিটি শো-এর শুরুর পর্বগুলিতে গান গেয়েছেন তিনিও। প্রতিযোগীদের সঙ্গে গলাও মেলাতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই গানের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কুরুচিকর মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন জোজো। শো-এর নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন গায়িকা। গানের ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেই নিয়েই কুরুচিকর মন্তব্য! কিন্তু কী মন্তব্য, সে বিষয় প্রকাশ্যে কিছু বলেননি গায়িকা। জোজো ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাইৃখুব ভালো থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন। ’অবশ্য জোজোর পাশো দাঁড়িয়েছেন অনেকেই। ফেসবুকে ওয়ালেস নাগ নামের একজন লিখেছেন, সবথেকে বড় কথা একদিনের কোন ভিডিও বা সোশাল মিডিয়া ভাইরাল হয়ে জোজো মুখার্জী তৈরি হননি। দীর্ঘ বছরের তপস্যায় গড়া আপনার সিংহাসন চির অক্ষত থাকবে। আপনার মতো শিল্পী এবং যোদ্ধাকে নতজানু প্রণাম। হেমা মুনসি বলছেন, তোমার গানের জগতে নাম টা খুবই উজ্জ্বল, অতএব কে কোথায় ভুল মন্তব্য করেছেন সেই নিয়ে মাথা ঘামিওনা। দেবা ব্যানার্জি বলছেন, ক্যাসেট যুগে টিফিনের পয়সা জমিয়েও তোমার ক্যাসেট কিনতাম, এতটাই পছন্দ করতাম তোমার ভোকাল, আজও করি। ওরা কারা যারা তোমাকে কুরুচিকর মন্তব্য করে। তাদের মস্তিস্কের সুস্থতা কামনা করি। আলটপকা মন্তব্য করা খুব সহজ, একজন জোজো মুখার্জি হয়ে দেখাক তারা, ফেটে যাবে। একজন গুণী শিল্পীর পাশাপাশি, একজন অসাধারণ পজিটিভ মানুষ তুমি। ওদের তোমার স্টাইলে জাস্ট ইগনোর করে তুমি শুধু গানে থাকো দিদি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার মত বহু মানুষের পছন্দের শীর্ষ তালিকায় তুমি ছিলে, আছো, থাকবেও।

প্রভাতী খবর ডেস্ক

২০ জুন, ২০২২,  10:45 PM

news image

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। জি বাংলার এই রিয়ালিটি শো-এ মেন্টরের ভূমিকায় রয়েছেন অন্যতম সঙ্গীত শিল্পী জোজো মুখোপাধ্যায়। রিয়ালিটি শো-এর শুরুর পর্বগুলিতে গান গেয়েছেন তিনিও। প্রতিযোগীদের সঙ্গে গলাও মেলাতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই গানের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কুরুচিকর মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন জোজো। শো-এর নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন গায়িকা। গানের ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেই নিয়েই কুরুচিকর মন্তব্য! কিন্তু কী মন্তব্য, সে বিষয় প্রকাশ্যে কিছু বলেননি গায়িকা। জোজো ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাইৃখুব ভালো থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন। ’অবশ্য জোজোর পাশো দাঁড়িয়েছেন অনেকেই। ফেসবুকে ওয়ালেস নাগ নামের একজন লিখেছেন, সবথেকে বড় কথা একদিনের কোন ভিডিও বা সোশাল মিডিয়া ভাইরাল হয়ে জোজো মুখার্জী তৈরি হননি। দীর্ঘ বছরের তপস্যায় গড়া আপনার সিংহাসন চির অক্ষত থাকবে। আপনার মতো শিল্পী এবং যোদ্ধাকে নতজানু প্রণাম। হেমা মুনসি বলছেন, তোমার গানের জগতে নাম টা খুবই উজ্জ্বল, অতএব কে কোথায় ভুল মন্তব্য করেছেন সেই নিয়ে মাথা ঘামিওনা। দেবা ব্যানার্জি বলছেন, ক্যাসেট যুগে টিফিনের পয়সা জমিয়েও তোমার ক্যাসেট কিনতাম, এতটাই পছন্দ করতাম তোমার ভোকাল, আজও করি। ওরা কারা যারা তোমাকে কুরুচিকর মন্তব্য করে। তাদের মস্তিস্কের সুস্থতা কামনা করি। আলটপকা মন্তব্য করা খুব সহজ, একজন জোজো মুখার্জি হয়ে দেখাক তারা, ফেটে যাবে। একজন গুণী শিল্পীর পাশাপাশি, একজন অসাধারণ পজিটিভ মানুষ তুমি। ওদের তোমার স্টাইলে জাস্ট ইগনোর করে তুমি শুধু গানে থাকো দিদি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার মত বহু মানুষের পছন্দের শীর্ষ তালিকায় তুমি ছিলে, আছো, থাকবেও।