শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

ছাতকে তাতিকোনা সাহজির পাড়া সৈয়দ বাড়িতে ইসলামি সম্মেলন সম্পন্ন

#
news image

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার সাহজির পাড়ায় মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ১৫ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

দিন ব্যাপী জিকির আসগার ইসলামি সঙ্গীত আমবয়ান শেষে শুক্রবার ভোর রাতে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়। সৈয়দ গোলাম মর্তুজা, সৈয়দ মখলিছুর রহমান ও সৈয়দ তিতুমীরের যৌথ সভাপতিত্বে এবং আলহাজ্ব সৈয়দ জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নেছার আহমদ চাঁদ পুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা রইছ উদ্দিন আশেকী ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট ইমাম মাওলানা কবির আহমদ লতিফি,স্থানীয় ওলামাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা আনিছুল হক,হাফিজ কারী আলী হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হজী সৈয়দ মুজিবুর রহমান লিটু,হাজী আব্দুল খালিক, ব্যবসায়ী হাজী আব্দুল জলিল, এডভোকেট কুতুবউদ্দিন, সৈয়দ ফজলে রাব্বি জনি।সম্মেলনে সহযোগিতা করেন হাজী সৈয়দ নানু মিয়া,সৈয়দ জুয়েল  মিয়া,সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ মাহী সৈয়দ আরিফ, সৈয়দ নাজিম,সৈয়দ জাকারিয়া, সৈয়দ নাবিল, সৈয়দ জাকী,সৈয়দ ইনান প্রমূখ।

সাকির আমিন, ছাতক (সুনামগঞ্জ)

২৯ ডিসেম্বর, ২০২৩,  11:35 PM

news image

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার সাহজির পাড়ায় মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ১৫ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

দিন ব্যাপী জিকির আসগার ইসলামি সঙ্গীত আমবয়ান শেষে শুক্রবার ভোর রাতে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়। সৈয়দ গোলাম মর্তুজা, সৈয়দ মখলিছুর রহমান ও সৈয়দ তিতুমীরের যৌথ সভাপতিত্বে এবং আলহাজ্ব সৈয়দ জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নেছার আহমদ চাঁদ পুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা রইছ উদ্দিন আশেকী ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট ইমাম মাওলানা কবির আহমদ লতিফি,স্থানীয় ওলামাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা আনিছুল হক,হাফিজ কারী আলী হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হজী সৈয়দ মুজিবুর রহমান লিটু,হাজী আব্দুল খালিক, ব্যবসায়ী হাজী আব্দুল জলিল, এডভোকেট কুতুবউদ্দিন, সৈয়দ ফজলে রাব্বি জনি।সম্মেলনে সহযোগিতা করেন হাজী সৈয়দ নানু মিয়া,সৈয়দ জুয়েল  মিয়া,সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ মাহী সৈয়দ আরিফ, সৈয়দ নাজিম,সৈয়দ জাকারিয়া, সৈয়দ নাবিল, সৈয়দ জাকী,সৈয়দ ইনান প্রমূখ।