শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ দিয়েছে ‘ভিক্টর ৬০০০’ রোবট

#
news image

আটলান্টিক মহাসাগরের তলদেশে সন্ধান মিলেছে টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষের। সমুদ্রের প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটান ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ। আর এ কাজে বড় ধরনের ভূমিকা রেখেছে ফরাসি রোবট ‘ভিক্টর ৬০০০’।

ফ্রান্সের সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ‘ইফ্রেমার’ ব্যবহার করে থাকে রোবটটি। দূর থেকে নিয়ন্ত্রণে সক্ষম রোবটটি সমুদ্রের ২০ হাজার ফুট বা ৬ হাজার মিটার গভীরে যেতে পারে। আর তাই টাইটান ডুবোজাহাজ তল্লাশি কার্যক্রমে শেষ ভরসা হয়ে ওঠে রোবটটি। সূত্র: রয়টার্স, লাইভমিন্ট ডটকম

পানির গভীরে বাধা এড়িয়ে পথচলার জন্য রোবটটিতে দুটি হাত রয়েছে। এর ফলে নিয়ন্ত্রণকক্ষের নির্দেশমতো আশপাশে থাকা তার বা রশি কাটতে পারে রোবটটি। শুধু তা-ই নয়, রোবটটিতে ছবি এবং ভিডিও ধারণের সর্বাধুনিক প্রযুক্তি থাকায় আশপাশের দৃশ্য দূর থেকে নিখুঁতভাবে দেখা সম্ভব।

টানা ৭২ ঘণ্টা পানির নিচে কাজ করতে সক্ষম ভিক্টর ৬০০০ রোবট নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের ল্যা আটলান্টা জাহাজে একটি নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। এই কক্ষ থেকেই সমুদ্রের গভীরে থাকা রোবটটির বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ২৫ জন কর্মী।

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৩,  11:12 AM

news image

আটলান্টিক মহাসাগরের তলদেশে সন্ধান মিলেছে টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষের। সমুদ্রের প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটান ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ। আর এ কাজে বড় ধরনের ভূমিকা রেখেছে ফরাসি রোবট ‘ভিক্টর ৬০০০’।

ফ্রান্সের সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ‘ইফ্রেমার’ ব্যবহার করে থাকে রোবটটি। দূর থেকে নিয়ন্ত্রণে সক্ষম রোবটটি সমুদ্রের ২০ হাজার ফুট বা ৬ হাজার মিটার গভীরে যেতে পারে। আর তাই টাইটান ডুবোজাহাজ তল্লাশি কার্যক্রমে শেষ ভরসা হয়ে ওঠে রোবটটি। সূত্র: রয়টার্স, লাইভমিন্ট ডটকম

পানির গভীরে বাধা এড়িয়ে পথচলার জন্য রোবটটিতে দুটি হাত রয়েছে। এর ফলে নিয়ন্ত্রণকক্ষের নির্দেশমতো আশপাশে থাকা তার বা রশি কাটতে পারে রোবটটি। শুধু তা-ই নয়, রোবটটিতে ছবি এবং ভিডিও ধারণের সর্বাধুনিক প্রযুক্তি থাকায় আশপাশের দৃশ্য দূর থেকে নিখুঁতভাবে দেখা সম্ভব।

টানা ৭২ ঘণ্টা পানির নিচে কাজ করতে সক্ষম ভিক্টর ৬০০০ রোবট নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের ল্যা আটলান্টা জাহাজে একটি নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। এই কক্ষ থেকেই সমুদ্রের গভীরে থাকা রোবটটির বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ২৫ জন কর্মী।