শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

১০ কেজি ওজন কমালেন গওহর

#
news image

গত ১০ মে পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। জায়েদ দরবার-গওহর খান দম্পতির এটি প্রথম সন্তান। মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি ওজন কমানোর মিশনেও নেমেছেন গওহর।

এরইমধ্যে ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্টে করে গওহর খান লিখেছেন, ‘প্রসবের পর গত ১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছি। আলহামদুলিল্লাহ! আরো ৬ কেজি ওজন কমানোর চেষ্টা চলছে।’ তবে কীভাবে এত দ্রুত ওজন কমিয়েছেন তা জানাননি গওহর। করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর।

কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে। করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি- সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। একসময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি।

পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

নাগরিক বিনোদন ডেস্ক

২৬ মে, ২০২৩,  9:35 AM

news image

গত ১০ মে পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। জায়েদ দরবার-গওহর খান দম্পতির এটি প্রথম সন্তান। মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি ওজন কমানোর মিশনেও নেমেছেন গওহর।

এরইমধ্যে ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্টে করে গওহর খান লিখেছেন, ‘প্রসবের পর গত ১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছি। আলহামদুলিল্লাহ! আরো ৬ কেজি ওজন কমানোর চেষ্টা চলছে।’ তবে কীভাবে এত দ্রুত ওজন কমিয়েছেন তা জানাননি গওহর। করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর।

কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে। করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি- সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। একসময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি।

পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।