শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

#
news image

প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনার লয়াল্টি আইল্যান্ডসএর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়। রয়টার্স, বিবিসি

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৩,  12:35 PM

news image
ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনার লয়াল্টি আইল্যান্ডসএর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়। রয়টার্স, বিবিসি

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে।