শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

দুবাই ভ্রমণে অফার এমিরেটস'র

#
news image

যাত্রীদের জন্য ‘মাই এমিরেটস পাস’ চালুর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। 

আগামী ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব যাত্রী ঢাকা থেকে দুবাই বা দুবাই হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবেন, তারা এই মাই এমিরেটস পাসের সুবিধা পাবেন। 

রবিবার (৩০ এপ্রিল) এমিরেটস বাংলাদেশ জানায়, যাত্রীরা তাদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের শত শত রিটেইল, অবকাশ, ডাইনিং আউটলেটসহ বিখ্যাত আকর্ষণ ও বিলাসবহুল স্পাগুলোতে ডিসকাউন্ট পাবেন।

আগামী ২৯ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বৃহত্তম শপিং এবং বিনোদন উৎসব 'দুবাই সামার সারপ্রাইজ'। এই উৎসবে অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, ফায়ার ওয়ার্কস, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। মাই এমিরেটস পাস ব্যবহার করে এই উৎসবের বিভিন্ন ইভেন্টেও আকর্ষণীয় মূল্যছাড় সুবিধা থাকছে।

এমিরেটস আরও জানায়, আগ্রহী গ্রাহকরা বাংলাদেশের এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই ভ্রমণের জন্য নিজের পছন্দনীয় প্যাকেজ বুক করতে পারেন। দুবাই অ্যাপেরিয়েন্স প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীরা নিজেরাও তাদের ফ্লাইট, হোটেল, বিভিন্ন পর্যটন আকর্ষণ ভিজিট, রেস্টুরেন্ট, এবং অবকাশ প্যাকেজ বুক করার সুবিধা নিয়ে অধিক সুবিধা লাভের সুযোগ পাবেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের সময় বিভিন্ন রিটেইল আউটলেটে কেনাকাটার পরিবর্তে এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাই ওয়ার্ডস’ সদস্যদের অতিরিক্ত মাইল (পয়েন্ট) দেওয়া হবে। অর্জিত মাইল ব্যবহার করে সদস্যরা এমিরেটস টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস ইভেন্টের টিকিট ক্রয় করতে পারবেন।

এমিরেটস বর্তমানে বিশ্বের ৬টি মহাদেশের ১৩০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে এয়ারলাইনটি ২১টি ফ্লাইট চলাচল করছে।

নাগরিক অনলাইন ডেস্ক

০২ মে, ২০২৩,  2:35 PM

news image

যাত্রীদের জন্য ‘মাই এমিরেটস পাস’ চালুর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। 

আগামী ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব যাত্রী ঢাকা থেকে দুবাই বা দুবাই হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবেন, তারা এই মাই এমিরেটস পাসের সুবিধা পাবেন। 

রবিবার (৩০ এপ্রিল) এমিরেটস বাংলাদেশ জানায়, যাত্রীরা তাদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের শত শত রিটেইল, অবকাশ, ডাইনিং আউটলেটসহ বিখ্যাত আকর্ষণ ও বিলাসবহুল স্পাগুলোতে ডিসকাউন্ট পাবেন।

আগামী ২৯ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বৃহত্তম শপিং এবং বিনোদন উৎসব 'দুবাই সামার সারপ্রাইজ'। এই উৎসবে অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, ফায়ার ওয়ার্কস, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। মাই এমিরেটস পাস ব্যবহার করে এই উৎসবের বিভিন্ন ইভেন্টেও আকর্ষণীয় মূল্যছাড় সুবিধা থাকছে।

এমিরেটস আরও জানায়, আগ্রহী গ্রাহকরা বাংলাদেশের এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই ভ্রমণের জন্য নিজের পছন্দনীয় প্যাকেজ বুক করতে পারেন। দুবাই অ্যাপেরিয়েন্স প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীরা নিজেরাও তাদের ফ্লাইট, হোটেল, বিভিন্ন পর্যটন আকর্ষণ ভিজিট, রেস্টুরেন্ট, এবং অবকাশ প্যাকেজ বুক করার সুবিধা নিয়ে অধিক সুবিধা লাভের সুযোগ পাবেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের সময় বিভিন্ন রিটেইল আউটলেটে কেনাকাটার পরিবর্তে এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাই ওয়ার্ডস’ সদস্যদের অতিরিক্ত মাইল (পয়েন্ট) দেওয়া হবে। অর্জিত মাইল ব্যবহার করে সদস্যরা এমিরেটস টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস ইভেন্টের টিকিট ক্রয় করতে পারবেন।

এমিরেটস বর্তমানে বিশ্বের ৬টি মহাদেশের ১৩০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে এয়ারলাইনটি ২১টি ফ্লাইট চলাচল করছে।