শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

ভক্তের ঘটনায় ‘হা’ হয়ে গেছেন ভাবনা

#
news image

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ভক্তদের থেকে অভিনয়ের প্রশংসা পেলে অবাক হন। কিন্তু এবার একদম ‘হা’ হয়ে গেছেন তিনি। কারণটা ফজলে রাব্বি নামের এক ভক্ত নায়িকাকে হাতে লেখা এক চিঠিতে জানিয়েছে তাঁর মনের কথা। সেই ঘটনা অন্তর্জালে প্রকাশ করেছেন। ভাবনা জানিয়েছেন, ‘এইমাত্র চরকি থেকে আমাকে এই চিঠিটা পাঠানো হলো।

আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে। যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই। মাঝে মাঝে বিশ্বাস হয় না। তবে আজকে আমি একদম হা।’ ভাবনা লিখেছেন, ‘এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্য চিঠি লিখেছে, এটা একজন অভিনেতার জন্য ভাগ্যের ব্যাপার।

আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সঙ্গে করার চেষ্টা করি, জীবন আমার কাছে একটি উপহার। আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন।’ চিঠিতে ভক্ত ভাবনাকে যেটা লিখেছেন সেটা এমন, প্রিয় ভাবনা আপু।

পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। তবুও মনের তৃষ্ণা নিবারণের প্রয়াসে লিখা। ছোটবেলা থেকে আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার অনেক নাটক আমার মন খারাপের ঔষুধ। আপনার অভিনয়ের মায়ার জাদু বড়ই ভয়ংকর সুন্দর। চরকিতে আপনার অভিনীত ‘ওভার ট্রাম্প’ দেখলাম। রমা চরিত্রটার জন্য আপনি উপযুক্ত ছিলেন। আপনার মিষ্টি চরিত্রটি অনেক আনন্দে উপভোগ করেছি। চরকিতে আপনার এমন অনেক কাজ চাই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

নাগরিক বিনোদন ডেস্ক

০২ এপ্রিল, ২০২৩,  10:37 AM

news image

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ভক্তদের থেকে অভিনয়ের প্রশংসা পেলে অবাক হন। কিন্তু এবার একদম ‘হা’ হয়ে গেছেন তিনি। কারণটা ফজলে রাব্বি নামের এক ভক্ত নায়িকাকে হাতে লেখা এক চিঠিতে জানিয়েছে তাঁর মনের কথা। সেই ঘটনা অন্তর্জালে প্রকাশ করেছেন। ভাবনা জানিয়েছেন, ‘এইমাত্র চরকি থেকে আমাকে এই চিঠিটা পাঠানো হলো।

আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে। যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই। মাঝে মাঝে বিশ্বাস হয় না। তবে আজকে আমি একদম হা।’ ভাবনা লিখেছেন, ‘এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্য চিঠি লিখেছে, এটা একজন অভিনেতার জন্য ভাগ্যের ব্যাপার।

আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সঙ্গে করার চেষ্টা করি, জীবন আমার কাছে একটি উপহার। আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন।’ চিঠিতে ভক্ত ভাবনাকে যেটা লিখেছেন সেটা এমন, প্রিয় ভাবনা আপু।

পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। তবুও মনের তৃষ্ণা নিবারণের প্রয়াসে লিখা। ছোটবেলা থেকে আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার অনেক নাটক আমার মন খারাপের ঔষুধ। আপনার অভিনয়ের মায়ার জাদু বড়ই ভয়ংকর সুন্দর। চরকিতে আপনার অভিনীত ‘ওভার ট্রাম্প’ দেখলাম। রমা চরিত্রটার জন্য আপনি উপযুক্ত ছিলেন। আপনার মিষ্টি চরিত্রটি অনেক আনন্দে উপভোগ করেছি। চরকিতে আপনার এমন অনেক কাজ চাই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।