জামালপুরে এবি পার্টির আলোচনা ও সূধী সমাবেশ 

#
news image

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আমার বাংলাদেশ(এবি) পার্টি জামালপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।  

আমার বাংলাদেশ(এবি) পার্টি জামালপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়াও এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সংগঠক অধ্যাপক মাহবুব-উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের যে তিনটি বড় দল গত ৫০ বছর ধরে দেশ শাসন করল তারা দেশের কোন সমস্যার সমাধান করেনি।

গত ৫০ বছরে সকল সরকার সমস্যাগুলোকে জিইয়ে রেখে লুটপাট, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি অব্যাহত রেখেছে। তাই ভঙ্গুর, ঘুনে ধরা রাজনীতি বাদ দিয়ে নতুন প্রজন্মকে নতুন রাজনীতিতে আসতে হবে। যে রাজনীতি হবে সমস্যা সমাধানের, বিশ কোটি মানুষকে সম্মানের সাথে বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াবার রাজনীতি। বক্তারা এবি পার্টির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে সবাইকে দলের পরবর্তী কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান।    



আসমাউল আসিফ, জামালপুর 

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:56 PM

news image

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আমার বাংলাদেশ(এবি) পার্টি জামালপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।  

আমার বাংলাদেশ(এবি) পার্টি জামালপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়াও এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সংগঠক অধ্যাপক মাহবুব-উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের যে তিনটি বড় দল গত ৫০ বছর ধরে দেশ শাসন করল তারা দেশের কোন সমস্যার সমাধান করেনি।

গত ৫০ বছরে সকল সরকার সমস্যাগুলোকে জিইয়ে রেখে লুটপাট, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি অব্যাহত রেখেছে। তাই ভঙ্গুর, ঘুনে ধরা রাজনীতি বাদ দিয়ে নতুন প্রজন্মকে নতুন রাজনীতিতে আসতে হবে। যে রাজনীতি হবে সমস্যা সমাধানের, বিশ কোটি মানুষকে সম্মানের সাথে বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াবার রাজনীতি। বক্তারা এবি পার্টির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে সবাইকে দলের পরবর্তী কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান।