শিরোনামঃ
ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা

প্রাইভেট ব্রাউজিং কী কেন ব্যবহার করা হয়?

#
news image

অনেক সময় কম্পিউটার বা মোবাইলে ব্যক্তিগত কিছু সার্চ করার পর ব্রাউজারের হিস্টরি এবং ব্রাউজিং ডাটা ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি ইনকগনিটো মোড ব্যবহার করা হয়, তাহলে ব্রাউজার হিস্টরি ডিলিট করার দরকার নেই। ব্রাউজার ক্লোজ করার সঙ্গে সঙ্গে ব্রাউজার হিস্টরিও ডিলিট হয়ে যায়।

ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা এনাবল করে আপনি যদি ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোন ওয়েবসাইট ব্রাউজ করেন। তাহলে আপনার ব্রাউজিং হিস্টরি, ক্যাশ, সেশন, কুকিজ ইত্যাদি ব্রাউজার সেভ করে রাখবে না। আপনি যখনই ব্রাউজিং শেষ করে ব্রাউজার থেকে বের হয়ে যাবেন তখনই তা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ইনকগনিটো মোড ব্যবহার করার জন্য এটা সাপোর্ট করে এমন একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোমে ইনকগনিটো মোড সবচেয়ে ভালো কাজ করে। যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপর উপরের ডান দিকের থ্রি-ডট আইকনটিতে ক্লিক করে ‘ঘবি ওহপড়মহরঃড় ঞধন‘ অপশনটি প্রেস করুন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্রাউজারে ইনকগনিটো মোড ওপেন হবে।

যেখানে আপনি উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এখন এই সার্চ বক্সের মধ্যে আপনি, যেকোনো জিনিস সার্চ করে ব্রাউজিং করতে পারেন। ব্রাউজিং শেষে ইনকগনিটো মোড-এর পেজটি ক্লোজ করে দিলে ব্রাউজারের সমস্ত সার্চ হিস্টোরি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যতবার চান, যতবার ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  7:25 AM

news image

অনেক সময় কম্পিউটার বা মোবাইলে ব্যক্তিগত কিছু সার্চ করার পর ব্রাউজারের হিস্টরি এবং ব্রাউজিং ডাটা ডিলিট করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি ইনকগনিটো মোড ব্যবহার করা হয়, তাহলে ব্রাউজার হিস্টরি ডিলিট করার দরকার নেই। ব্রাউজার ক্লোজ করার সঙ্গে সঙ্গে ব্রাউজার হিস্টরিও ডিলিট হয়ে যায়।

ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা এনাবল করে আপনি যদি ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোন ওয়েবসাইট ব্রাউজ করেন। তাহলে আপনার ব্রাউজিং হিস্টরি, ক্যাশ, সেশন, কুকিজ ইত্যাদি ব্রাউজার সেভ করে রাখবে না। আপনি যখনই ব্রাউজিং শেষ করে ব্রাউজার থেকে বের হয়ে যাবেন তখনই তা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ইনকগনিটো মোড ব্যবহার করার জন্য এটা সাপোর্ট করে এমন একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোমে ইনকগনিটো মোড সবচেয়ে ভালো কাজ করে। যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপর উপরের ডান দিকের থ্রি-ডট আইকনটিতে ক্লিক করে ‘ঘবি ওহপড়মহরঃড় ঞধন‘ অপশনটি প্রেস করুন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্রাউজারে ইনকগনিটো মোড ওপেন হবে।

যেখানে আপনি উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এখন এই সার্চ বক্সের মধ্যে আপনি, যেকোনো জিনিস সার্চ করে ব্রাউজিং করতে পারেন। ব্রাউজিং শেষে ইনকগনিটো মোড-এর পেজটি ক্লোজ করে দিলে ব্রাউজারের সমস্ত সার্চ হিস্টোরি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যতবার চান, যতবার ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন।

প্রখ/ সাদ্দাম