শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

নতুন এআই-চালিত ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

#
news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা। এবার প্ল্যাটফর্মটি একটি নতুন এআই-চালিত ফিচার নিয়ে আসতে চলেছে।

এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার। বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেইসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না। নতুন কুইক রিক্যাপ ফিচার ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে, তেমনই চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে।

এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রোল না করেই নিজেদের আনরিড মেসেজগুলোর সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন। অর্থাৎ চ্যাটটি পড়ার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রোল করতে হবে না। অর্থাৎ যদি ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট খুলে দেখতে না পারেন এবং সেই চ্যাটে প্রচুর মেসেজ জমে থাকে, তাহলে এই ফিচারটি ব্যবহারকারীকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের সম্পূর্ণ সারাংশ দিয়ে দেবে। ফিচারটি মেটা এআইয়ের সাহায্যে কাজ করবে।

ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন। তারপর উপরের ডান দিকে থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে কুইক রিক্যাপ ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন। এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে।

অর্থাৎ মেসেজের ডাটা কখনোই রিডেবল ফরম্যাটে হোয়াটসঅ্যাপ বা মেটায় পৌঁছবে না। ডাটা এনক্রিপ্ট করা থাকবে। ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলো এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না। এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন অ্যান্ড্রয়েড ২.২৫.২১.১২-তে পাওয়া যাচ্ছে। শিগগির এটি বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

নাগরিক সংবাদ অনলাইন

২৮ জুলাই, ২০২৫,  12:26 PM

news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে প্ল্যাটফর্মটিতে মেটা। এবার প্ল্যাটফর্মটি একটি নতুন এআই-চালিত ফিচার নিয়ে আসতে চলেছে।

এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার। বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেইসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না। নতুন কুইক রিক্যাপ ফিচার ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে, তেমনই চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে।

এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রোল না করেই নিজেদের আনরিড মেসেজগুলোর সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন। অর্থাৎ চ্যাটটি পড়ার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রোল করতে হবে না। অর্থাৎ যদি ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট খুলে দেখতে না পারেন এবং সেই চ্যাটে প্রচুর মেসেজ জমে থাকে, তাহলে এই ফিচারটি ব্যবহারকারীকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের সম্পূর্ণ সারাংশ দিয়ে দেবে। ফিচারটি মেটা এআইয়ের সাহায্যে কাজ করবে।

ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন। তারপর উপরের ডান দিকে থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে কুইক রিক্যাপ ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন। এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে।

অর্থাৎ মেসেজের ডাটা কখনোই রিডেবল ফরম্যাটে হোয়াটসঅ্যাপ বা মেটায় পৌঁছবে না। ডাটা এনক্রিপ্ট করা থাকবে। ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলো এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না। এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন অ্যান্ড্রয়েড ২.২৫.২১.১২-তে পাওয়া যাচ্ছে। শিগগির এটি বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।