শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

টাইগার ক্যাম্পে আসছেন পাওয়ার হিটার বিশেষজ্ঞ কোচ

#
news image

এশিয়া কাপের আগে তিন সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ক্যাম্পে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের কাজের জন্য নিয়োগ পেয়েছেন জুলিয়ান উড। যিনি ক্রিকেট বিশ্বে পাওয়ার হিটার বিশেষজ্ঞ কোচ হিসেবে পরিচিত। এছাড়া একজন মনোবিদও নিয়োগ দিয়েছে বিসিবি।

 স্কট খেলাধুলা, ব্যায়াম এবং মনোবিজ্ঞানের প্রভাষক এবং গবেষক। জাতীয় দলের এই ক্যাম্প শুরু হবে ৫ আগস্ট থেকে। এর আগেই দুজনই বাংলাদেশে চলে আসবেন বলে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। জুলিয়ান উড বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ। তার দাবি এরকমই। ক্রিকেটের সঙ্গে মিলিয়েছেন বেসবলের হিটিং মেথড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

 বিপিএলে প্রথমে সিলেট সানরাইজার্সের এবং পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়েছে উড। তার সঙ্গে নিবিড়ভাবে কাজের ফল পেয়েছেন স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, পৃথ্বী শ’র মতো পাওয়ার হিটাররা। বাংলাদেশে তার কাজ করার আগ্রহ ছিল। প্রথমবার এই সুযোগটি পেয়ে অভিভূত উড, ‘‘ফিল সিমন্সের সঙ্গে কথা হয়েছে। আগস্টে আমি আসবো।

তিন সপ্তাহের মতো কাজ করবে। এর আগে একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কাজ করার সুযোগ হয়নি। এবার হচ্ছে আর কী। স্কিল এবং মানসিকতার যে মেলবদ্ধন সেটাকে এক করার চেষ্টা থাকবে আমাদের। এর আগেও ব্যক্তি পর্যায়ে কাজ করেছি আমরা। এবার পুরো দলকে নিয়েই কাজ করা হবে।’’ ক্রীড়া মনোবিজ্ঞানী স্কট এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের জন্য তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

এবার জাতীয় দলের জন্য তাকে উড়িয়ে আনা হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সঙ্গে স্থানীয় মনোবিদদের সঙ্গেও সেশন করবেন তিনি। যারা পরবর্তীতে বিসিবির বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারবেন।

নাগরিক সংবাদ স্পোর্টস

২৮ জুলাই, ২০২৫,  12:17 PM

news image

এশিয়া কাপের আগে তিন সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ক্যাম্পে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের কাজের জন্য নিয়োগ পেয়েছেন জুলিয়ান উড। যিনি ক্রিকেট বিশ্বে পাওয়ার হিটার বিশেষজ্ঞ কোচ হিসেবে পরিচিত। এছাড়া একজন মনোবিদও নিয়োগ দিয়েছে বিসিবি।

 স্কট খেলাধুলা, ব্যায়াম এবং মনোবিজ্ঞানের প্রভাষক এবং গবেষক। জাতীয় দলের এই ক্যাম্প শুরু হবে ৫ আগস্ট থেকে। এর আগেই দুজনই বাংলাদেশে চলে আসবেন বলে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। জুলিয়ান উড বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ। তার দাবি এরকমই। ক্রিকেটের সঙ্গে মিলিয়েছেন বেসবলের হিটিং মেথড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

 বিপিএলে প্রথমে সিলেট সানরাইজার্সের এবং পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়েছে উড। তার সঙ্গে নিবিড়ভাবে কাজের ফল পেয়েছেন স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, পৃথ্বী শ’র মতো পাওয়ার হিটাররা। বাংলাদেশে তার কাজ করার আগ্রহ ছিল। প্রথমবার এই সুযোগটি পেয়ে অভিভূত উড, ‘‘ফিল সিমন্সের সঙ্গে কথা হয়েছে। আগস্টে আমি আসবো।

তিন সপ্তাহের মতো কাজ করবে। এর আগে একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কাজ করার সুযোগ হয়নি। এবার হচ্ছে আর কী। স্কিল এবং মানসিকতার যে মেলবদ্ধন সেটাকে এক করার চেষ্টা থাকবে আমাদের। এর আগেও ব্যক্তি পর্যায়ে কাজ করেছি আমরা। এবার পুরো দলকে নিয়েই কাজ করা হবে।’’ ক্রীড়া মনোবিজ্ঞানী স্কট এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের জন্য তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

এবার জাতীয় দলের জন্য তাকে উড়িয়ে আনা হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সঙ্গে স্থানীয় মনোবিদদের সঙ্গেও সেশন করবেন তিনি। যারা পরবর্তীতে বিসিবির বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারবেন।