শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালী

#
news image

ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালী বেঁচে থেকেও একবার নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন শেফালী জারিওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই একবার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে। সেই মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়। 

‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। ফলে তার কাছে একটার পর একটা আসছিল সেই সময়ে। শেফালী নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”

মৃত্যুর ভুয়া খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালী। গত ২৭ জুন রাতে হঠাৎ নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। ফলে মাত্র ৪২ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বিনোদন ডেস্ক

০৩ জুলাই, ২০২৫,  9:07 AM

news image

ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালী বেঁচে থেকেও একবার নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন শেফালী জারিওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই একবার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে। সেই মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়। 

‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। ফলে তার কাছে একটার পর একটা আসছিল সেই সময়ে। শেফালী নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”

মৃত্যুর ভুয়া খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালী। গত ২৭ জুন রাতে হঠাৎ নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। ফলে মাত্র ৪২ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।