শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

পরীর উঠানে শিক্ষার্থীদের ভিড় !

#
news image

কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না পরীমণির। নিজ জন্মস্থান বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরী।

তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু, আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ; যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরীমণি। এই মুহূর্তে শ্যুটিং ছেড়ে নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ঢাকাই নায়িকা। এছাড়াও সামাজিক মাধ্যমে প্রায় সময়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে। বর্তমানে তিনি বরিশাল রয়েছেন। সেখান থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’ এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও। পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও।

ছবি তোলা শেষে রীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।

নাগরিক বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  10:00 PM

news image

কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না পরীমণির। নিজ জন্মস্থান বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরী।

তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু, আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ; যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরীমণি। এই মুহূর্তে শ্যুটিং ছেড়ে নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ঢাকাই নায়িকা। এছাড়াও সামাজিক মাধ্যমে প্রায় সময়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে। বর্তমানে তিনি বরিশাল রয়েছেন। সেখান থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’ এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও। পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও।

ছবি তোলা শেষে রীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।