‘স্বাধীনতার ৫৩ বছরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি’

নাগরিক নিউজ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪, 5:37 PM

‘স্বাধীনতার ৫৩ বছরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি’
স্বাধীনতার ৫৩ বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানির একটি হোটেলে দলটির ৩১ দফা নিয়ে এক সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম। যুগপৎ আন্দোলনের সমস্ত দলগুলো একমত হয়ে ৩১ দফা প্রণয়ন করেছে। আরও যে সংস্কার প্রস্তাব আসবে তার সঙ্গে এই ৩১ দফা অনেকটা মিলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এই দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবকে সরিয়ে নতুন স্বপ্ন দেখছে। সে কারনে দুই বছর আগের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নতুন করে তুলে ধরেছে বিএনপি।
নাগরিক নিউজ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪, 5:37 PM

স্বাধীনতার ৫৩ বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানির একটি হোটেলে দলটির ৩১ দফা নিয়ে এক সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম। যুগপৎ আন্দোলনের সমস্ত দলগুলো একমত হয়ে ৩১ দফা প্রণয়ন করেছে। আরও যে সংস্কার প্রস্তাব আসবে তার সঙ্গে এই ৩১ দফা অনেকটা মিলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এই দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবকে সরিয়ে নতুন স্বপ্ন দেখছে। সে কারনে দুই বছর আগের রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নতুন করে তুলে ধরেছে বিএনপি।