৫ বছরের কণ্যাশিশু ধর্ষণ মামলায়  একজনের যাবজ্জীবন কারাদন্ড

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহ জেলা নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম উপজেলার ক্ষুদ্ররয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহিররয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণ করে পার্শবর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা শিশু বিষয়টি তার পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামী তরিকুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

 

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৬ মার্চ, ২০২৪,  5:27 PM

news image
ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি।

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহ জেলা নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম উপজেলার ক্ষুদ্ররয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহিররয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণ করে পার্শবর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা শিশু বিষয়টি তার পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামী তরিকুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।