১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

#
news image

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক কেনাবেচার খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযান অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। 



দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৫ মার্চ, ২০২৪,  8:55 PM

news image
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে ১২ কেজি গাঁজাসহ খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের আল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক কেনাবেচার খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযান অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।