২৭ ফ্রেব্রুয়ারী রিহ্যাব নির্বাচন,চট্টগ্রাম অঞ্চল থেকে আলহাজ্ব নাজিম উদ্দীন পরিচালক প্রার্থী।

#
news image

রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ ফ্রেব্রুয়ারী  -২৪,মঙ্গলবার, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজধানী ঢাকার ফার্মগেট খামারবাড়ি কেআইবি কমপ্লেক্স এ অনুষ্ঠিত হইবে।প্যানেল ভূক্তভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে "জয় ধারা'র জয়যাত্রায় আপনার সমর্থন চাই" এই শ্লোগানকে সামনে রেখে জয়ধারা প্যানেল থেকে ০৩ নাম্বার ব্যালেটে চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজিএমই সদস্য, চট্টগ্রামের স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান "নুসরাত ডেভেলামেন্ট কোম্পানি (প্রাঃ)লিমিটেড "এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব নাজিম উদ্দীন।

জনাব নাজিম উদ্দীন প্রায় ত্রিশ বছরেরও অধীক সময় ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা আবাসন সংকট সমাধানের লক্ষে বন্দরনগরী চট্টগ্রামে শতোভাগ দেশপ্রেম মানবিক দৃষ্টিভঙ্গিও ইনসাফের ভিভিতে নামেমাত্র মূল্যে নিম্মআয়ের মানুষের সাধ এবং সাধ্যের সমন্বয় গঠিয়ে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে বিল্ডিং নির্মাণ করে দেশের আবাসন সমস্যা সমাধানে বড় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিতা ও স্বীকৃতি স্বরূপ  রিহ্যাব ২০২৪-২৬ ত্রি-বার্ষিক নির্বাচনে জয়ধারা প্যানেল থেকে ০৩ নাম্বার ব্যালেটে আপনারা যার রিহ্যাব সদস্য সদস্যা আছেন আপনাদের সমর্থন, সকল দেশবাসীর দোয়াও সহযোগীতা কামনা করেছেন চট্টগ্রাম অঞ্চলের আলহাজ্ব নাজিম উদ্দীন।
উল্লেখ্য যে, আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন ব্যক্তিগত জীবনে একজন সদালাপী মিষ্টভাষী সৎ শতোভাগ হালাল ব্যবসায়ী হিসাবে চট্টগ্রাম নগরে সুপরিচিত।  

মোঃ হাসানুর জামান বাবু, পটিয়ায়, চট্টগ্রাম

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  3:34 PM

news image

রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ ফ্রেব্রুয়ারী  -২৪,মঙ্গলবার, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজধানী ঢাকার ফার্মগেট খামারবাড়ি কেআইবি কমপ্লেক্স এ অনুষ্ঠিত হইবে।প্যানেল ভূক্তভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে "জয় ধারা'র জয়যাত্রায় আপনার সমর্থন চাই" এই শ্লোগানকে সামনে রেখে জয়ধারা প্যানেল থেকে ০৩ নাম্বার ব্যালেটে চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজিএমই সদস্য, চট্টগ্রামের স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান "নুসরাত ডেভেলামেন্ট কোম্পানি (প্রাঃ)লিমিটেড "এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব নাজিম উদ্দীন।

জনাব নাজিম উদ্দীন প্রায় ত্রিশ বছরেরও অধীক সময় ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা আবাসন সংকট সমাধানের লক্ষে বন্দরনগরী চট্টগ্রামে শতোভাগ দেশপ্রেম মানবিক দৃষ্টিভঙ্গিও ইনসাফের ভিভিতে নামেমাত্র মূল্যে নিম্মআয়ের মানুষের সাধ এবং সাধ্যের সমন্বয় গঠিয়ে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে বিল্ডিং নির্মাণ করে দেশের আবাসন সমস্যা সমাধানে বড় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিতা ও স্বীকৃতি স্বরূপ  রিহ্যাব ২০২৪-২৬ ত্রি-বার্ষিক নির্বাচনে জয়ধারা প্যানেল থেকে ০৩ নাম্বার ব্যালেটে আপনারা যার রিহ্যাব সদস্য সদস্যা আছেন আপনাদের সমর্থন, সকল দেশবাসীর দোয়াও সহযোগীতা কামনা করেছেন চট্টগ্রাম অঞ্চলের আলহাজ্ব নাজিম উদ্দীন।
উল্লেখ্য যে, আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন ব্যক্তিগত জীবনে একজন সদালাপী মিষ্টভাষী সৎ শতোভাগ হালাল ব্যবসায়ী হিসাবে চট্টগ্রাম নগরে সুপরিচিত।