ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক

#
news image

গ্রাহক সেজে রোববার দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্টের টিমের অভিযানে হাতে-নাতে বাবু রায় নামে এক দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।

দুদকের সহকারী পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, মিরপুর বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পায়। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএ সংশ্লিষ্টদের দিয়ে কাজ করানোর আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পরিচালক (ইঞ্জি.) মোহাম্মদ শহীদুল্লাহ্র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দালালকে সোপর্দ করা হয়।

সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে টিমকে আশ্বস্ত করেন বিআরটিএর কর্মকর্তারা। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলী ও রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

নাগরিক অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৪,  3:03 AM

news image

গ্রাহক সেজে রোববার দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্টের টিমের অভিযানে হাতে-নাতে বাবু রায় নামে এক দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।

দুদকের সহকারী পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, মিরপুর বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পায়। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএ সংশ্লিষ্টদের দিয়ে কাজ করানোর আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পরিচালক (ইঞ্জি.) মোহাম্মদ শহীদুল্লাহ্র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দালালকে সোপর্দ করা হয়।

সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে টিমকে আশ্বস্ত করেন বিআরটিএর কর্মকর্তারা। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলী ও রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।