রেফতার হলো ভাবী ভাতিজা কে পুড়িয়ে মারার আসামি হোসাইন গ্রেফতার

#
news image

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন নড়াইল গ্রামে ভাবিভাতিজা কে পুড়িয়ে মারার সেই লোমহর্ষক ঘটনার আসামি গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি হোসাইন সাধুহাটি  গ্রামের মো:ইমদাদ মিয়ার ছেলে। পলাতক আসামি হোসাইন কে গতরাতে ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা থেকে  গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের চৌকস তায় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি কে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয় টি নিশ্চিতও করেছেন রামদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। প্রেক্ষপট গত ৬ জানুয়ারী২০২৪ তারিখে ইমদাদ মিয়াঁর ছোট ছেলে নিজগৃহে ঘুমের ঘরে  ভাবি ভাতিজা কে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে ভাতিজা পুড়ে মারা যায়। ভাবি মৃত্যুর আলিঙ্গনে কিছদিন চিকিৎসাধীনে বেঁচে থাকলেও পরে মারা গেছে  বলে জানা যায় । এই হত্যা কান্ডের পূর্বে বড়ভাইকে কুপিয়ে জখম করার মামলায় জেল থেকে এসেই এমন ঘটনা ঘটায় ছোট ভাই  হোসাইন।  বড় ভাই পেশায় আনসার সদস্য হওয়ায় নির্বাচনী তৎপরতায় বাড়িতে ছিলেন না ঐদিন ।পরে তিনি একটি হত্যা মামলা করায় আসামি হোসাইন  আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালে ও আজ গ্রেফতার করতে সক্ষম হলেন পুলিশ ফাড়ির ইনচার্জ  মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এম এ জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

২৫ জানুয়ারি, ২০২৪,  9:21 AM

news image

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন নড়াইল গ্রামে ভাবিভাতিজা কে পুড়িয়ে মারার সেই লোমহর্ষক ঘটনার আসামি গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি হোসাইন সাধুহাটি  গ্রামের মো:ইমদাদ মিয়ার ছেলে। পলাতক আসামি হোসাইন কে গতরাতে ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা থেকে  গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের চৌকস তায় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি কে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয় টি নিশ্চিতও করেছেন রামদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। প্রেক্ষপট গত ৬ জানুয়ারী২০২৪ তারিখে ইমদাদ মিয়াঁর ছোট ছেলে নিজগৃহে ঘুমের ঘরে  ভাবি ভাতিজা কে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলে ভাতিজা পুড়ে মারা যায়। ভাবি মৃত্যুর আলিঙ্গনে কিছদিন চিকিৎসাধীনে বেঁচে থাকলেও পরে মারা গেছে  বলে জানা যায় । এই হত্যা কান্ডের পূর্বে বড়ভাইকে কুপিয়ে জখম করার মামলায় জেল থেকে এসেই এমন ঘটনা ঘটায় ছোট ভাই  হোসাইন।  বড় ভাই পেশায় আনসার সদস্য হওয়ায় নির্বাচনী তৎপরতায় বাড়িতে ছিলেন না ঐদিন ।পরে তিনি একটি হত্যা মামলা করায় আসামি হোসাইন  আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালে ও আজ গ্রেফতার করতে সক্ষম হলেন পুলিশ ফাড়ির ইনচার্জ  মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।