শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

বিএনপি পালিয়ে গেছে : কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কোথায়? পালিয়ে গেছে। ওরা (বিএনপি নেতারা) বলেছিল- আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন বিএনপিই পালিয়ে গেছে। সিলেট থেকেও পালিয়ে গেছে বিএনপি। বিএনপির চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না।

আজ বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুয়া। তাদের হরতাল, অবরোধ, কর্মসূচি, অগ্নিসংযোগ সবই ভুয়া। আগুন নিয়ে খেললে সেই আগুনে তারা নিজেরাই পুড়বে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। তারা রেললাইন কেটে দিয়ে, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের গণতন্ত্র থাকবে না। এদের নিশ্চিহ্ন করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না। মিলেমিশে থাকবেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কাজ করবেন।

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  8:47 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কোথায়? পালিয়ে গেছে। ওরা (বিএনপি নেতারা) বলেছিল- আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন বিএনপিই পালিয়ে গেছে। সিলেট থেকেও পালিয়ে গেছে বিএনপি। বিএনপির চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না।

আজ বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুয়া। তাদের হরতাল, অবরোধ, কর্মসূচি, অগ্নিসংযোগ সবই ভুয়া। আগুন নিয়ে খেললে সেই আগুনে তারা নিজেরাই পুড়বে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। তারা রেললাইন কেটে দিয়ে, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের গণতন্ত্র থাকবে না। এদের নিশ্চিহ্ন করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না। মিলেমিশে থাকবেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কাজ করবেন।