নয়াপল্টনে বিএনপির সমাবেশ বুধবার , পাড়া-মহল্লায় মাইকিং

#
news image

নয়াপল্টনে বুধবার সমাবেশ করবে বিএনপি। সমাবেশকে ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচারণা চালানো হয় মঙ্গলবার। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হয়।

জানা গেছে, এ সমাবেশ থেকে একদফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম চোখে পড়ে।মাইকে ঘোষণা হচ্ছে- ‘প্রিয় নগরবাসী, আসছে ১২ জুলাই বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এ সমাবেশ। ওই সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন- এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার। চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল।’

বিএনপির সমাবেশ নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচার চলাকালীন কথা হয় ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে।

তিনি বলেন, একযুগ পর সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া-মহল্লায় প্রচার করতে পারছি। আন্দোলনে আলো আসবে। এ যাত্রা বিজয়যাত্রায় পরিণত হবে। এ রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, গত সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত ৮০টি মাইকে প্রচার চালানো হচ্ছে। বুধবার সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত এ প্রচার চলবে।

নাগরিক প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  9:11 PM

news image

নয়াপল্টনে বুধবার সমাবেশ করবে বিএনপি। সমাবেশকে ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচারণা চালানো হয় মঙ্গলবার। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হয়।

জানা গেছে, এ সমাবেশ থেকে একদফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম চোখে পড়ে।মাইকে ঘোষণা হচ্ছে- ‘প্রিয় নগরবাসী, আসছে ১২ জুলাই বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এ সমাবেশ। ওই সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন- এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার। চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল।’

বিএনপির সমাবেশ নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচার চলাকালীন কথা হয় ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে।

তিনি বলেন, একযুগ পর সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া-মহল্লায় প্রচার করতে পারছি। আন্দোলনে আলো আসবে। এ যাত্রা বিজয়যাত্রায় পরিণত হবে। এ রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, গত সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত ৮০টি মাইকে প্রচার চালানো হচ্ছে। বুধবার সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত এ প্রচার চলবে।