শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

নীলফামারীতে দেশসেরা আরচারি দিয়া সিদ্দিকী ও রোমান সানার বিয়ে

#
news image

নীলফামারীতে দেশসেরা আরচারি দিয়া সিদ্দিকী ও রোমান সানার বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে দিয়া সিদ্দিকীর গায়ে হলুদ ও বুধবার ৫ জুলাই শুভ বিবাহের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ সময় বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে আসেন দিয়া। একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে নেচে-গেয়ে হলুদের মঞ্চে গায়ে হলুদ মেখে বিয়েতে বসেন দিয়া ও রোমান

এই দুই আরচ্যারের প্রেমের সম্পর্ক বেশ পুরোনো।একে অপরকে ভালোলাগা, ভালোবাসার বিষয়টি আরচ্যারি অঙ্গনের কারও অজানা নয়। তবে নানান সময়ে উত্থান-পতনের মধ্য দিয়ে গড়িয়েছে তাদের এই প্রণয়। এবার অম্ল-মধুর সেই সম্পর্কের স্বীকৃতি মিলছে। অবশেষে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলছেন আরচ্যারের এই জুটি।জুটি বেঁধে বিশ্ব দরবারে আরচ্যারিতে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা। এবার মাঠের সেই পার্টনারকেই জীবনসঙ্গী বানাচ্ছেন দেশ সেরা এই দুই আরচ্যার নীলফামারীর মেয়ে দিয়া ও খুলনার ছেলে রোমান এখন তারা স্বামী স্ত্ৰী। 

দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী জানান, রোমান ও তার পরিবার বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন। বিয়ের পর রাতেই দিয়াকে তারা নিয়ে যাবেন।

তাদের কাছে আমার প্রত্যাশা অনেক বড়, যেহেতু তারা খেলোয়াড়। আমার প্রত্যাশা, তারা যেন অলিম্পিক জয় করে বাংলার বিজয়টা ছিনিয়ে আনতে পারে। আর বিয়েতে সব বাবা-মায়ের মন খারাপ থাকে; থাকাটাই স্বাভাবিক। এরপরও মেয়েকে বিদায় দিতে হয়। কষ্ট হলেও মেয়েকে বিদায় দিতে হচ্ছে। দেশবাসীর কাছে আশা, তাদের বিবাহোত্তর শুভকামনা ও তাদের প্রতি যেন দোয়া থাকে। তারা যেন সত্যিকারে সুখি দাম্পত্য জীবন গড়তে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন।

দিয়া সিদ্দিকী জানান, আল্লাহর অশেষ রহমতে বিয়ে করতে যাচ্ছি। যেহেতু এটা আমার জন্মভূমিতে করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, নীলফামারীতে বিয়েটা করতে পারছি। আমার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও নিজের পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে অনেক আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারি।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবীদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মানিকসহ অন্যন্যরা।

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী

০৫ জুলাই, ২০২৩,  10:45 PM

news image

নীলফামারীতে দেশসেরা আরচারি দিয়া সিদ্দিকী ও রোমান সানার বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে দিয়া সিদ্দিকীর গায়ে হলুদ ও বুধবার ৫ জুলাই শুভ বিবাহের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ সময় বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে আসেন দিয়া। একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে নেচে-গেয়ে হলুদের মঞ্চে গায়ে হলুদ মেখে বিয়েতে বসেন দিয়া ও রোমান

এই দুই আরচ্যারের প্রেমের সম্পর্ক বেশ পুরোনো।একে অপরকে ভালোলাগা, ভালোবাসার বিষয়টি আরচ্যারি অঙ্গনের কারও অজানা নয়। তবে নানান সময়ে উত্থান-পতনের মধ্য দিয়ে গড়িয়েছে তাদের এই প্রণয়। এবার অম্ল-মধুর সেই সম্পর্কের স্বীকৃতি মিলছে। অবশেষে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলছেন আরচ্যারের এই জুটি।জুটি বেঁধে বিশ্ব দরবারে আরচ্যারিতে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা। এবার মাঠের সেই পার্টনারকেই জীবনসঙ্গী বানাচ্ছেন দেশ সেরা এই দুই আরচ্যার নীলফামারীর মেয়ে দিয়া ও খুলনার ছেলে রোমান এখন তারা স্বামী স্ত্ৰী। 

দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী জানান, রোমান ও তার পরিবার বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন। বিয়ের পর রাতেই দিয়াকে তারা নিয়ে যাবেন।

তাদের কাছে আমার প্রত্যাশা অনেক বড়, যেহেতু তারা খেলোয়াড়। আমার প্রত্যাশা, তারা যেন অলিম্পিক জয় করে বাংলার বিজয়টা ছিনিয়ে আনতে পারে। আর বিয়েতে সব বাবা-মায়ের মন খারাপ থাকে; থাকাটাই স্বাভাবিক। এরপরও মেয়েকে বিদায় দিতে হয়। কষ্ট হলেও মেয়েকে বিদায় দিতে হচ্ছে। দেশবাসীর কাছে আশা, তাদের বিবাহোত্তর শুভকামনা ও তাদের প্রতি যেন দোয়া থাকে। তারা যেন সত্যিকারে সুখি দাম্পত্য জীবন গড়তে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন।

দিয়া সিদ্দিকী জানান, আল্লাহর অশেষ রহমতে বিয়ে করতে যাচ্ছি। যেহেতু এটা আমার জন্মভূমিতে করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, নীলফামারীতে বিয়েটা করতে পারছি। আমার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও নিজের পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে অনেক আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারি।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবীদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মানিকসহ অন্যন্যরা।