সিরাজগঞ্জে শৃঙ্খলা ভঙের দায়ে আ. লীগের দুই নেতা বহিষ্কার

#
news image

সিরাজগঞ্জের তাড়াশ পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন তাড়াশ পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ ও তাড়াশ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারম সম্পাদক মো. আল-আমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ জুলাই তাড়াশ পৌর নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাবুল শেখ ও মো. আল-আমিনকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলের বহিষ্কৃত ব্যক্তির সাথে আওয়ামী লীগ, সহ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যোগাযোগ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ), সিরাজগঞ্জ

০৫ জুলাই, ২০২৩,  10:43 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশ পৌর নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন তাড়াশ পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ ও তাড়াশ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারম সম্পাদক মো. আল-আমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ জুলাই তাড়াশ পৌর নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাবুল শেখ ও মো. আল-আমিনকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলের বহিষ্কৃত ব্যক্তির সাথে আওয়ামী লীগ, সহ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যোগাযোগ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।