শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

আসছে মানসী প্রকৃতির নতুন ছবি ‘আদুরী’

#
news image

‘আদম’ সিনেমার পর এবার আবু তাওহীদ হিরন পরিচালনা করছেন ‘আদুরী’ নামের নতুন একটি সিনেমা। এতে নামভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী মানসী প্রকৃতি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে নায়িকাকে দেখা যায় বিভিন্ন পেশার মানুষের হাতকরা পরা শিকল ধরে আছেন।

কাপড় পরিহিত নর্তকীর স্টাইলে বসে আছেন। আর পোস্টারে একটি ট্যাগ লাইন চোখে পড়ছে, যেখানে লেখা আছে ‘স্বাগত’ ‘এখানে সুলভ মূল্যে’ ‘আদুরীর আদর পাওয়া যায়’। সিনেমার গল্প গড়ে উঠেছে, আদুরী নামের এক মেয়েকে কেন্দ্র করে। ঢাকা শহরে রাস্তায় বেড়ে ওঠা এক মেয়ে আদুরী। জন্মের ৮ বছর পর তার মায়ের মৃত্যু ঘটে। বাবার পরিচয় কখনোই আদুরীর মা আদুরীকে দিতে পারেনি।

আদুরীর মাও জানে না আদুরীর বাবা কে। কারণ আদুরীর মা ছিল রাতভর ঢাকা শহরে ঘুরে বেড়ানো এক যৌনকর্মী। আদুরীর বয়স যখন ১২ তখনই আদুরীকে মায়ের পেশা বেছে নিতে হয়। ঠিক আদুরীর মা যেখানটাতে দাঁড়িয়ে নিজেকে উজাড় করে দিয়ে রোজগার করত ১৩ বছর পর ওইখানে দাঁড়িয়েই আদুরী আজ রোজগার করে। এমনভাবেই আদুরীর জীবনে কেটে যায় আরও দশটি বছর।

এভাবে এগিয়ে যায় গল্প। সিনেমাটি সম্পর্কে মানসী প্রকৃতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে ছবিটির ফাস্ট লুক প্রকাশ হয়েছে। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে।’

পরিচালক জানালেন, সিনেমার ২০ ভাগ কাজ এখনও বাকি আছে। বাকি কাজ ৩ দিন শুটিং করলে শেষ হয়ে যাবে। আমাদের আগের লটের কাজগুলোর প্রি প্রোডাকশনের জন্য চেন্নাইতে কাজ চলছে। আশা করছি সিনেমাটি এই ঈদুল আজহাতেই মুক্তি দিতে পারব ইনশাল্লাহ।

নাগরিক বিনোদন ডেস্ক

১৬ জুন, ২০২৩,  10:19 AM

news image

‘আদম’ সিনেমার পর এবার আবু তাওহীদ হিরন পরিচালনা করছেন ‘আদুরী’ নামের নতুন একটি সিনেমা। এতে নামভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী মানসী প্রকৃতি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে নায়িকাকে দেখা যায় বিভিন্ন পেশার মানুষের হাতকরা পরা শিকল ধরে আছেন।

কাপড় পরিহিত নর্তকীর স্টাইলে বসে আছেন। আর পোস্টারে একটি ট্যাগ লাইন চোখে পড়ছে, যেখানে লেখা আছে ‘স্বাগত’ ‘এখানে সুলভ মূল্যে’ ‘আদুরীর আদর পাওয়া যায়’। সিনেমার গল্প গড়ে উঠেছে, আদুরী নামের এক মেয়েকে কেন্দ্র করে। ঢাকা শহরে রাস্তায় বেড়ে ওঠা এক মেয়ে আদুরী। জন্মের ৮ বছর পর তার মায়ের মৃত্যু ঘটে। বাবার পরিচয় কখনোই আদুরীর মা আদুরীকে দিতে পারেনি।

আদুরীর মাও জানে না আদুরীর বাবা কে। কারণ আদুরীর মা ছিল রাতভর ঢাকা শহরে ঘুরে বেড়ানো এক যৌনকর্মী। আদুরীর বয়স যখন ১২ তখনই আদুরীকে মায়ের পেশা বেছে নিতে হয়। ঠিক আদুরীর মা যেখানটাতে দাঁড়িয়ে নিজেকে উজাড় করে দিয়ে রোজগার করত ১৩ বছর পর ওইখানে দাঁড়িয়েই আদুরী আজ রোজগার করে। এমনভাবেই আদুরীর জীবনে কেটে যায় আরও দশটি বছর।

এভাবে এগিয়ে যায় গল্প। সিনেমাটি সম্পর্কে মানসী প্রকৃতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে ছবিটির ফাস্ট লুক প্রকাশ হয়েছে। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে।’

পরিচালক জানালেন, সিনেমার ২০ ভাগ কাজ এখনও বাকি আছে। বাকি কাজ ৩ দিন শুটিং করলে শেষ হয়ে যাবে। আমাদের আগের লটের কাজগুলোর প্রি প্রোডাকশনের জন্য চেন্নাইতে কাজ চলছে। আশা করছি সিনেমাটি এই ঈদুল আজহাতেই মুক্তি দিতে পারব ইনশাল্লাহ।