শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

অধরা বললেন, দর্শকদের রায়ের অপেক্ষায় আছি

#
news image

এই প্রজন্মের নায়িকা অধরা খান। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী শুক্রবার 'সুলতানপুর' নিয়ে আবারো বড় পর্দায় আসছেন অধরা। নায়িকা বললেন,পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমি শুধু আমার অভিনয়টাই সুক্ষভাবে করে যেতে পেরেছি। আগামী শুক্রবার দর্শকেরা এর রায় দেবেন।

সিনেমাটি মুক্তি উপলক্ষে এরইমধ্যে প্রকাশিত হয় একটি গান। ‘জানরে’শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েন ভারতের স্নিগ্ধজিৎ। যিনি ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন।গানটিতে অধরা খানের উপস্থিতে নজড় কাড়ে সবার। 

এবার প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় গান ‘বোকা মন’। এই গানেও নজর কেড়েছেন অধরা, উঠে এসেছে তার প্রতিবাদী মুখ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।

গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘একটি প্রেমের গান ‘বোকা মন’। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরো এগিয়ে যাক।’

‘সুলতানপুর’-এ অধরা খান ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ। 

নাগরিক বিনোদন ডেস্ক

২৯ মে, ২০২৩,  2:54 PM

news image

এই প্রজন্মের নায়িকা অধরা খান। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী শুক্রবার 'সুলতানপুর' নিয়ে আবারো বড় পর্দায় আসছেন অধরা। নায়িকা বললেন,পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমি শুধু আমার অভিনয়টাই সুক্ষভাবে করে যেতে পেরেছি। আগামী শুক্রবার দর্শকেরা এর রায় দেবেন।

সিনেমাটি মুক্তি উপলক্ষে এরইমধ্যে প্রকাশিত হয় একটি গান। ‘জানরে’শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েন ভারতের স্নিগ্ধজিৎ। যিনি ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন।গানটিতে অধরা খানের উপস্থিতে নজড় কাড়ে সবার। 

এবার প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় গান ‘বোকা মন’। এই গানেও নজর কেড়েছেন অধরা, উঠে এসেছে তার প্রতিবাদী মুখ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।

গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘একটি প্রেমের গান ‘বোকা মন’। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরো এগিয়ে যাক।’

‘সুলতানপুর’-এ অধরা খান ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ।