প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, অভিযুক্ত চাঁদের ভাই আটক

#
news image

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, চাঁদ ভাইর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তিনি বাসায় ছিলেন না। এসময় তার ছোট ভাই পুঠিয়া উপজেলার বানেশ্বর ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

রাজশাহীতে গত শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়। 

পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।

নাগরিক অনলাইন ডেস্ক

২২ মে, ২০২৩,  7:42 PM

news image
ছবি অনলাইন থেকে নেয়া

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, চাঁদ ভাইর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তিনি বাসায় ছিলেন না। এসময় তার ছোট ভাই পুঠিয়া উপজেলার বানেশ্বর ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

রাজশাহীতে গত শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়। 

পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।