শিরোনামঃ
নামাজের জন্য আগেভাগে মসজিদে গেলে পাওয়া যায় পুরস্কার ডিসেম্বরে আসছে জাতীয় নির্বাচনের তফসিল, প্রস্তুতি প্রায় চূড়ান্ত: নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

বাল্যবন্ধুর দোকানে : রাষ্ট্রপতি

#
news image

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। 

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই আজ পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই ব্যস্ততম দোকান। আবদুল হামিদ রোড।

দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।

নাগরিক প্রতিবেদক

১৬ মে, ২০২৩,  5:43 PM

news image

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। 

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই আজ পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই ব্যস্ততম দোকান। আবদুল হামিদ রোড।

দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।