শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

#
news image

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে বাস্তবের নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে।

এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’ সহশিল্পী মিথিলা প্রসঙ্গে এই অভিনেতা বক্তব্য, ‘মিথিলা স্থির-ঠাণ্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী।’ রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে শায়লা চরিত্রে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ, কিন্তু তা নয়। তার ভেতর অনেক গল্প আছে।’

সিরিজের প্রধান দুই চরিত্র নাসির উদ্দিন খান ও মিথিলা প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘‘সিন্ডিকেট’ করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন।

তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড।’’ শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ আর এডিট ও কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। চরকি সূত্র জানায়, সিরিজটি ঈদের চাঁদ ওঠার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই উন্মুক্ত করা হবে।

নাগরিক বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৩,  8:12 PM

news image

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে বাস্তবের নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে।

এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’ সহশিল্পী মিথিলা প্রসঙ্গে এই অভিনেতা বক্তব্য, ‘মিথিলা স্থির-ঠাণ্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী।’ রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে শায়লা চরিত্রে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ, কিন্তু তা নয়। তার ভেতর অনেক গল্প আছে।’

সিরিজের প্রধান দুই চরিত্র নাসির উদ্দিন খান ও মিথিলা প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘‘সিন্ডিকেট’ করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন।

তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড।’’ শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ আর এডিট ও কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। চরকি সূত্র জানায়, সিরিজটি ঈদের চাঁদ ওঠার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই উন্মুক্ত করা হবে।