তৃতীয় ম্যাচেও মুস্তাফিজের জায়গা হয়নি দিল্লির একাদশে

নাগরিক স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল, ২০২৩, 12:34 PM

তৃতীয় ম্যাচেও মুস্তাফিজের জায়গা হয়নি দিল্লির একাদশে
দুই হারে এবারের আইপিএল আসর শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে দলটি। গুয়াহাটিতে তাদের এদিনের প্রতিপক্ষ ছিলো রাজস্থান রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
দিল্লির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাঁটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। শনিবার একাদশেও জায়গা হয়নি তার। দিল্লি তিনটি পরিবর্তন নিয়ে নামলেও মুস্তাফিজের মাঠে নামা হলো না। বিয়ের জন্য ছুটি নেওয়া মিচেল মার্শের জায়গায় একাদশে ঢুকেছেন রভম্যান পাওয়েল। বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার, রাইল রুশো ও অ্যানরিক নরকিয়া। পৃথবী শ ও সরফরাজ খান নেই একাদশে, তাদের পরিবর্তে খেলছেন ললিত যাদব ও মানিশ পাণ্ডে।
একনজরে দিল্লির একাদশ : মানিশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রুশো, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোরেল, খলিল আহমেদ, কুলদ্বীপ যাদব, অ্যানরিক নরকিয়া ও মুখেশ কুমার।
নাগরিক স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল, ২০২৩, 12:34 PM

দুই হারে এবারের আইপিএল আসর শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে দলটি। গুয়াহাটিতে তাদের এদিনের প্রতিপক্ষ ছিলো রাজস্থান রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
দিল্লির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাঁটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। শনিবার একাদশেও জায়গা হয়নি তার। দিল্লি তিনটি পরিবর্তন নিয়ে নামলেও মুস্তাফিজের মাঠে নামা হলো না। বিয়ের জন্য ছুটি নেওয়া মিচেল মার্শের জায়গায় একাদশে ঢুকেছেন রভম্যান পাওয়েল। বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার, রাইল রুশো ও অ্যানরিক নরকিয়া। পৃথবী শ ও সরফরাজ খান নেই একাদশে, তাদের পরিবর্তে খেলছেন ললিত যাদব ও মানিশ পাণ্ডে।
একনজরে দিল্লির একাদশ : মানিশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রুশো, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোরেল, খলিল আহমেদ, কুলদ্বীপ যাদব, অ্যানরিক নরকিয়া ও মুখেশ কুমার।