শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

এককালের জনপ্রিয় শাকিব-অপু জুটি এবার প্রতিপক্ষ

#
news image

এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের চলচ্চিত্র। হাতেগোনা ব্যতিক্রম বাদ দিলে প্রতি বছরের ঈদেই শাকিবের একাধিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। তবে আসন্ন ঈদণ্ডউল-ফিতরে শাকিবের একটি সিনেমাই মুক্তি পাবে, যার নাম “লিডার, আমিই বাংলাদেশ”।

এবারের ঈদে অবশ্য আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে; যার মধ্যে রয়েছে ‘জ্বীন', ‘পাপ', ‘কিল হিম', ‘আদম' ইত্যাদি। তবে পোড় খাওয়া ঢালিউডবাসীদের ধারণা, আসন্ন ঈদে শাকিবের “লিডার, আমিই বাংলাদেশ”কে চ্যালেঞ্জ জানাতে পারে শুধু অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত “প্রেম প্রীতির বন্ধন” সিনেমাটি। শাকিব খান এবং অপু বিশ্বাস একত্রে ৭০টিরও বেশি সিনেমায় হাজির হয়েছেন, যার সিংহভাগই ব্যবসাসফল। ঢালিউড ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবেও বিবেচনা করা হয় তাদের। তবে পরিস্থিতিই এবারের ঈদে শাকিব-অপুকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

প্রতিপক্ষ হলেও নিজেদের ঈদের সিনেমা নিয়ে শাকিব-অপু একই পথে হাঁটছেন। হল বুকিং থেকে শুরু করে “লিডার, আমিই বাংলাদেশ” এবং “প্রেম প্রীতির বন্ধন” সিনেমার প্রচারণা জোরেশোরে শুরু হলেও দুজনকে কোথাওই দেখা যায়নি। তবে শাকিব-অপুর সহশিল্পী আর কলাকুশলীরা ঠিকই নিজেদের সিনেমা নিয়ে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন “লিডার, আমিই বাংলাদেশ”র নায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে নিয়মিত বার্তা দিচ্ছেন। সরব রয়েছেন সিনেমাটির নির্মাতা তপু খানও।

অন্যদিকে, “প্রেম প্রীতির বন্ধন”র নায়ক জয় চৌধুরী বলেন, ‘‘এ সিনেমার গল্পে দর্শক নতুনভাবে বিনোদিত হবে। ঈদে শাকিব ভাইয়ের সিনেমা সাধারণ বেশি দেখে। তার বাইরে দর্শক যদি ভিন্ন স্বাদ চান তাহলে ‘প্রেম প্রীতির বন্ধন'এ পাবেন। বুকিং এজেন্টরাও আগ্রহ দেখাচ্ছেন। ঈদে মুক্তি পাঁচ্ছে এটা নিশ্চিত।” ঢালিউডে ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে পাল্লা দিতে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। কিন্তু খুব কম তারকার সিনেমাই শাকিবের সিনেমাকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। সেই ক্ষুদ্র তালিকায় এবার অপু বিশ্বাস যোগ হন নাকি, সেটাই এখন দেখার। “লিডার, আমিই বাংলাদেশ” সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটিতে শাকিব-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ। অন্যদিকে, “প্রেম প্রীতির বন্ধন” সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। 

নাগরিক বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩,  11:32 AM

news image

এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের চলচ্চিত্র। হাতেগোনা ব্যতিক্রম বাদ দিলে প্রতি বছরের ঈদেই শাকিবের একাধিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। তবে আসন্ন ঈদণ্ডউল-ফিতরে শাকিবের একটি সিনেমাই মুক্তি পাবে, যার নাম “লিডার, আমিই বাংলাদেশ”।

এবারের ঈদে অবশ্য আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে; যার মধ্যে রয়েছে ‘জ্বীন', ‘পাপ', ‘কিল হিম', ‘আদম' ইত্যাদি। তবে পোড় খাওয়া ঢালিউডবাসীদের ধারণা, আসন্ন ঈদে শাকিবের “লিডার, আমিই বাংলাদেশ”কে চ্যালেঞ্জ জানাতে পারে শুধু অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত “প্রেম প্রীতির বন্ধন” সিনেমাটি। শাকিব খান এবং অপু বিশ্বাস একত্রে ৭০টিরও বেশি সিনেমায় হাজির হয়েছেন, যার সিংহভাগই ব্যবসাসফল। ঢালিউড ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবেও বিবেচনা করা হয় তাদের। তবে পরিস্থিতিই এবারের ঈদে শাকিব-অপুকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

প্রতিপক্ষ হলেও নিজেদের ঈদের সিনেমা নিয়ে শাকিব-অপু একই পথে হাঁটছেন। হল বুকিং থেকে শুরু করে “লিডার, আমিই বাংলাদেশ” এবং “প্রেম প্রীতির বন্ধন” সিনেমার প্রচারণা জোরেশোরে শুরু হলেও দুজনকে কোথাওই দেখা যায়নি। তবে শাকিব-অপুর সহশিল্পী আর কলাকুশলীরা ঠিকই নিজেদের সিনেমা নিয়ে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন “লিডার, আমিই বাংলাদেশ”র নায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে নিয়মিত বার্তা দিচ্ছেন। সরব রয়েছেন সিনেমাটির নির্মাতা তপু খানও।

অন্যদিকে, “প্রেম প্রীতির বন্ধন”র নায়ক জয় চৌধুরী বলেন, ‘‘এ সিনেমার গল্পে দর্শক নতুনভাবে বিনোদিত হবে। ঈদে শাকিব ভাইয়ের সিনেমা সাধারণ বেশি দেখে। তার বাইরে দর্শক যদি ভিন্ন স্বাদ চান তাহলে ‘প্রেম প্রীতির বন্ধন'এ পাবেন। বুকিং এজেন্টরাও আগ্রহ দেখাচ্ছেন। ঈদে মুক্তি পাঁচ্ছে এটা নিশ্চিত।” ঢালিউডে ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে পাল্লা দিতে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। কিন্তু খুব কম তারকার সিনেমাই শাকিবের সিনেমাকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। সেই ক্ষুদ্র তালিকায় এবার অপু বিশ্বাস যোগ হন নাকি, সেটাই এখন দেখার। “লিডার, আমিই বাংলাদেশ” সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটিতে শাকিব-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ। অন্যদিকে, “প্রেম প্রীতির বন্ধন” সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।