শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ দলে সুইডেন প্রবাসী ফুটবলার

#
news image

এপ্রিলের শুরুতে অলিম্পিক বাছাই ফুটবল খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমার ছাড়াও তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান। বাছাই পর্বকে পাখির চোখ করায় দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা সিদ্দিকীকে দলভুক্ত করা হচ্ছে।

আনিকার জন্ম সুইডেনে, সেখানেই বেড়ে ওঠা। এরইমধ্যে সেখানে আলো কাড়তে শুরু করেছেন। সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আএফ ব্রোম্মাপোকারনায় ফরোয়ার্ড পজিশনে খেলছেন তিনি। ক্লাবটি যে লিগে খেলছে তা ইউরোপের অন্যতম সেরা। সেখানে খেললেও আনিকা নিজের শেকড় ভুলে যাননি। বাংলাদেশে খেলার আগ্রহ ব্যক্ত করে এরইমধ্যে লাল-সবুজ দলে একপ্রকার দলভুক্ত হয়ে আছেন। মিয়ানমারে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে আনিকার। ভাগ্য সুপ্রসন্ন হলে অলিম্পিক বাছাই ফুটবলে অভিষেকও হতে পারে।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ১৭ বছর বয়সী আনিকার খেলার ভিডিও দেখেছেন। ভিডিও দেখেই আনিকাকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দলের কোচবলেছেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালি ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিতে যাচ্ছি।’ ছেলেদের দলে জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ও কাজী তারিক রায়হান ফিনল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবার মেয়েদের দলে সুইডেন থেকে আনিকা সিদ্দিকীর সুযোগ হতে যাচ্ছে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২৩,  6:34 PM

news image

এপ্রিলের শুরুতে অলিম্পিক বাছাই ফুটবল খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমার ছাড়াও তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান। বাছাই পর্বকে পাখির চোখ করায় দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা সিদ্দিকীকে দলভুক্ত করা হচ্ছে।

আনিকার জন্ম সুইডেনে, সেখানেই বেড়ে ওঠা। এরইমধ্যে সেখানে আলো কাড়তে শুরু করেছেন। সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আএফ ব্রোম্মাপোকারনায় ফরোয়ার্ড পজিশনে খেলছেন তিনি। ক্লাবটি যে লিগে খেলছে তা ইউরোপের অন্যতম সেরা। সেখানে খেললেও আনিকা নিজের শেকড় ভুলে যাননি। বাংলাদেশে খেলার আগ্রহ ব্যক্ত করে এরইমধ্যে লাল-সবুজ দলে একপ্রকার দলভুক্ত হয়ে আছেন। মিয়ানমারে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে আনিকার। ভাগ্য সুপ্রসন্ন হলে অলিম্পিক বাছাই ফুটবলে অভিষেকও হতে পারে।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ১৭ বছর বয়সী আনিকার খেলার ভিডিও দেখেছেন। ভিডিও দেখেই আনিকাকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দলের কোচবলেছেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালি ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিতে যাচ্ছি।’ ছেলেদের দলে জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ও কাজী তারিক রায়হান ফিনল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবার মেয়েদের দলে সুইডেন থেকে আনিকা সিদ্দিকীর সুযোগ হতে যাচ্ছে।