ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া

নাগরিক ডেস্ক
০৮ মার্চ, ২০২৩, 10:24 AM

ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া
ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি। কবিগুরুও সে পথই দেখিয়ে দিয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে সলো ভ্রমণ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে। সেটা হতে পারে দেশে, হতে পারে দেশের বাইরে। সলো ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। এগুলোই পূর্বপ্রস্তুতি হিসেবে কাজ করে। সেসব নিয়েই আজকের এই আলোচনা:
ভ্রমণ কৌশল ও পরিবেশ জানা : একাকি ভ্রমণের ক্ষেত্রে কিভাবে ভ্রমণ করবেন এবং পরিবেশ কেমন হবে তা ভালোমতো জেনে নেওয়া জরুরি। কারণ একা ভ্রমণ করলে নিজেকে সম্পূর্ণভাবে আবদ্ধ করার সুযোগ করে। তাই একটু খোঁজখবর রাখা খুব জরুরি। আপনি ভিন্ন এক ধরনের অভিজ্ঞতাও পাবেন।
ভ্রমণ নিরাপত্তা বুঝুন : যেখানে যাবেন সেখানে একা গেলেও যেন কোনো বিপদ না হয় সে বিষয়েও বিস্তারিত জানা জরুরি। ভ্রমণ নিরাপত্তার ক্ষেত্রে আপনি যে পর্যটক সে আন্দাজ কাউকে করতে না দেওয়াই ভালো। যেখানে যাচ্ছেন সেখানে খরচাপাতি এবং আশপাশের জায়গা সম্পর্কে আগেই জেনে নিন।
কোথায় থাকবেন? : ভ্রমণ একা করছেন। কিন্তু দিনশেষে মাথা গোঁজার একটা নিরাপদ জায়গাও তো চাই। সেজন্য হোটেল কোথায় আছে অথবা পরিচিত কেউ আছে কি-না তা জেনে নিন।
সঠিক পরিচয় দিন : ভ্রমণের সময় আপনার সঠিক পরিচয় দিন। প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে রাখুন। তাহলে বড় ঝামেলায় পড়বেন না।
পরিবারকে জানান : ভ্রমণ করছেন একা তাই পরিবারকে জানান। পরিবারকে জানাতে অসুবিধা থাকলে বন্ধুদের জানান। তবে জানান যে আপনি কোথাও গেছেন। জায়গা সম্পর্কে তথ্য দিন। সবসময় অনলাইনে সংযুক্ত থাকুন।
নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়ান : ঘুরতে গেলে নতুন মানুষের সঙ্গে সখ্যতা গড়ুন। আপনি যাচ্ছেন একা। কিন্তু একাই থাকতে হবে তা কিন্তু নয়।
নাগরিক ডেস্ক
০৮ মার্চ, ২০২৩, 10:24 AM

ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি। কবিগুরুও সে পথই দেখিয়ে দিয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে সলো ভ্রমণ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে। সেটা হতে পারে দেশে, হতে পারে দেশের বাইরে। সলো ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। এগুলোই পূর্বপ্রস্তুতি হিসেবে কাজ করে। সেসব নিয়েই আজকের এই আলোচনা:
ভ্রমণ কৌশল ও পরিবেশ জানা : একাকি ভ্রমণের ক্ষেত্রে কিভাবে ভ্রমণ করবেন এবং পরিবেশ কেমন হবে তা ভালোমতো জেনে নেওয়া জরুরি। কারণ একা ভ্রমণ করলে নিজেকে সম্পূর্ণভাবে আবদ্ধ করার সুযোগ করে। তাই একটু খোঁজখবর রাখা খুব জরুরি। আপনি ভিন্ন এক ধরনের অভিজ্ঞতাও পাবেন।
ভ্রমণ নিরাপত্তা বুঝুন : যেখানে যাবেন সেখানে একা গেলেও যেন কোনো বিপদ না হয় সে বিষয়েও বিস্তারিত জানা জরুরি। ভ্রমণ নিরাপত্তার ক্ষেত্রে আপনি যে পর্যটক সে আন্দাজ কাউকে করতে না দেওয়াই ভালো। যেখানে যাচ্ছেন সেখানে খরচাপাতি এবং আশপাশের জায়গা সম্পর্কে আগেই জেনে নিন।
কোথায় থাকবেন? : ভ্রমণ একা করছেন। কিন্তু দিনশেষে মাথা গোঁজার একটা নিরাপদ জায়গাও তো চাই। সেজন্য হোটেল কোথায় আছে অথবা পরিচিত কেউ আছে কি-না তা জেনে নিন।
সঠিক পরিচয় দিন : ভ্রমণের সময় আপনার সঠিক পরিচয় দিন। প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে রাখুন। তাহলে বড় ঝামেলায় পড়বেন না।
পরিবারকে জানান : ভ্রমণ করছেন একা তাই পরিবারকে জানান। পরিবারকে জানাতে অসুবিধা থাকলে বন্ধুদের জানান। তবে জানান যে আপনি কোথাও গেছেন। জায়গা সম্পর্কে তথ্য দিন। সবসময় অনলাইনে সংযুক্ত থাকুন।
নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়ান : ঘুরতে গেলে নতুন মানুষের সঙ্গে সখ্যতা গড়ুন। আপনি যাচ্ছেন একা। কিন্তু একাই থাকতে হবে তা কিন্তু নয়।