শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

মালিকদের রমরমা ব্যবসা - ঝুঁকিতে পথচারী

#
news image

নওগাঁর পত্নীতলায় অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশতাধিক করাত মালিক মূল রাস্তার উপর ট্রাক লোড- আনলোড, পরিবেশের ছাড়পত্র ও সরকারের অনুমোদন ছাড়াই রমরমা ব্যবসা চালাচ্ছে। যার ফলে সাধারণ পথচারীরা যেমন ঝুঁকিতে যাতায়াত করে তেমনি সরকারও হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। 

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব ও সংশিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারি না থাকায় পত্নীতলা উপজেলার ঠুকনিপাড়া থেকে ১৪ বিজিবি ক্যাম্প পর্যন্ত গড়ে উঠেছে এসব সমিল বা করাত কল। এসব স’মিল এর কারণে উজার হচ্ছে বনজ ও ফলজসহ নানান প্রজাতির গাছ। যার ফলে হুমকির মূখে পড়েছে। 

অপরদিকে নজিপুর পৌরসভার নজিপুর টু ধামইরহাট, নজিপুর টু সাপাহার, নজিপুর টু মহাদেবপুর ও নজিপুর টু বদলগাছি রোর্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় মূল রাস্তায় ট্রাক লোড- আনলোড করা অবস্থায়। তাছাড়া পত্নীতলার প্রাণ কেন্দ্র নজিপুর বাসস্ট্যান্ডের সকল রাস্তা অটো- চার্জার ও ব্যাটারী চালিত ভ্যানের দখলে। এছাড়াও আরো দেখা যায় নজিপুর বাসস্ট্যান্ডের ধামইরহাট মূল রোর্ডের উপর ধান মাড়াই করা মেশিনসহ বিভিন্ন মেশিনারিজ সরজ্ঞাম তৈরী করা।

অপরদিকে নজিপুর পৌরসভার বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগ ( সওজ ) এর জায়গায় লিজ দেবার অভিযোগ উঠেছে। নজিপুর বাসস্ট্যান্ড এর মধ্যে ফুটপাতের দোকানপাট লিজ দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে নজিপুর পৌরসভা। 

এবিষয়ে পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চৌধুরী ( বাবু ) বলেন, সারা দেশে পৌরসভার মধ্যে যেসব ফুটপাতের দোকানপাট হয় সেগুলো বিশেষ করে অধিকাংশগুলোরই পৌরসভার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। আমাদের এখানেও অতীতেও হয়েছে এখনো হচ্ছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ বলেন, যদি কেউ লিখিত ভাবে অভিযোগ করে তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামিল আহম্মেদ, পত্নীতলা ( নওগাঁ )

০২ মার্চ, ২০২৩,  6:53 PM

news image

নওগাঁর পত্নীতলায় অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশতাধিক করাত মালিক মূল রাস্তার উপর ট্রাক লোড- আনলোড, পরিবেশের ছাড়পত্র ও সরকারের অনুমোদন ছাড়াই রমরমা ব্যবসা চালাচ্ছে। যার ফলে সাধারণ পথচারীরা যেমন ঝুঁকিতে যাতায়াত করে তেমনি সরকারও হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। 

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব ও সংশিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারি না থাকায় পত্নীতলা উপজেলার ঠুকনিপাড়া থেকে ১৪ বিজিবি ক্যাম্প পর্যন্ত গড়ে উঠেছে এসব সমিল বা করাত কল। এসব স’মিল এর কারণে উজার হচ্ছে বনজ ও ফলজসহ নানান প্রজাতির গাছ। যার ফলে হুমকির মূখে পড়েছে। 

অপরদিকে নজিপুর পৌরসভার নজিপুর টু ধামইরহাট, নজিপুর টু সাপাহার, নজিপুর টু মহাদেবপুর ও নজিপুর টু বদলগাছি রোর্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় মূল রাস্তায় ট্রাক লোড- আনলোড করা অবস্থায়। তাছাড়া পত্নীতলার প্রাণ কেন্দ্র নজিপুর বাসস্ট্যান্ডের সকল রাস্তা অটো- চার্জার ও ব্যাটারী চালিত ভ্যানের দখলে। এছাড়াও আরো দেখা যায় নজিপুর বাসস্ট্যান্ডের ধামইরহাট মূল রোর্ডের উপর ধান মাড়াই করা মেশিনসহ বিভিন্ন মেশিনারিজ সরজ্ঞাম তৈরী করা।

অপরদিকে নজিপুর পৌরসভার বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগ ( সওজ ) এর জায়গায় লিজ দেবার অভিযোগ উঠেছে। নজিপুর বাসস্ট্যান্ড এর মধ্যে ফুটপাতের দোকানপাট লিজ দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে নজিপুর পৌরসভা। 

এবিষয়ে পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চৌধুরী ( বাবু ) বলেন, সারা দেশে পৌরসভার মধ্যে যেসব ফুটপাতের দোকানপাট হয় সেগুলো বিশেষ করে অধিকাংশগুলোরই পৌরসভার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। আমাদের এখানেও অতীতেও হয়েছে এখনো হচ্ছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ বলেন, যদি কেউ লিখিত ভাবে অভিযোগ করে তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।