খুশকি দূর করতে মেথি ব্যবহার করবেন যেভাবে

#
news image

খুশকিরোধী শ্যাম্পু ব্যবহার করলেও কিছুদিন পর পরই ফিরে আসে খুশকি। এই সমস্যার সমাধান করতে মেথির কিছু হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের রুক্ষতা, চুল পড়া ও আগা ফেটে যাওয়ার সমস্যা কমাতেও কার্যকর মেথি। জেনে নিন কীভাবে মেথি ব্যবহার করবেন চুলে। মেথির যেকোনো প্যাক তৈরির আগে সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে।
 

১। মেথি বেটে টক দই মিশিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

২। বাটা মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৩। মেথি ও ডিমের প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন চুলে। এজন্য মেথি বেটে ডিমের কুসুম মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

৪। মেথি বেটে সরাসরিও লাগাতে পারেন চুলে। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

৫। মেথি বেটে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

 

নাগরিক অনলাইন ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  11:19 AM

news image

খুশকিরোধী শ্যাম্পু ব্যবহার করলেও কিছুদিন পর পরই ফিরে আসে খুশকি। এই সমস্যার সমাধান করতে মেথির কিছু হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের রুক্ষতা, চুল পড়া ও আগা ফেটে যাওয়ার সমস্যা কমাতেও কার্যকর মেথি। জেনে নিন কীভাবে মেথি ব্যবহার করবেন চুলে। মেথির যেকোনো প্যাক তৈরির আগে সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে।
 

১। মেথি বেটে টক দই মিশিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

২। বাটা মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৩। মেথি ও ডিমের প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন চুলে। এজন্য মেথি বেটে ডিমের কুসুম মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

৪। মেথি বেটে সরাসরিও লাগাতে পারেন চুলে। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

৫। মেথি বেটে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।