ফারদিন হত্যার এখনো অকাট্য প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

#
news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখন পর্যন্ত অকাট্য প্রমাণসহ কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি। (আসলে) আপনাদের জানানো হবে। আমরা সবসময় তথ্যভিত্তিক কথা বলি।  

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনই কিছু বলতে পারছি না।

এর আগে, নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদ থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গত বুধবার দিনগত রাতে শিক্ষার্থীর বাবা কাজী নূর উদ্দিন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন।

মামলায় ছেলের বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার সকালে বুশরাকে রামপুরার বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছে

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  12:21 AM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখন পর্যন্ত অকাট্য প্রমাণসহ কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি। (আসলে) আপনাদের জানানো হবে। আমরা সবসময় তথ্যভিত্তিক কথা বলি।  

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনই কিছু বলতে পারছি না।

এর আগে, নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদ থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গত বুধবার দিনগত রাতে শিক্ষার্থীর বাবা কাজী নূর উদ্দিন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন।

মামলায় ছেলের বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার সকালে বুশরাকে রামপুরার বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছে