৫৬ বছর বয়সে শাহরুখে অ্যাবস রহস্য

#
news image

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তিনি। ইতোমধ্যে ‘পাঠান’ সিনেমায় শাহরুখের লুক দর্শকের মন জয় করেছে। ৫৬ বছর বয়সে এসে তার শরীরে অ্যাবস দেখেও অনেকে অবাক হয়েছেন। তবে এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েছেন তিনি। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন তার ট্রেইনার প্রশান্ত সুভাস সাওয়ান্ত। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি শাহরুখকে ২৪ বছর ধরে ট্রেনিং দিচ্ছি। গত চার বছর ধরে আমরা এই সিনেমার (পাঠান) প্রস্তুতি নিচ্ছি। যদিও মহামারি বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবে শাহরুখ থেমে থাকেননি। তার লুকটা যেহেতু একটু আলাদা তাই ক্রমাগত ওয়েট ট্রেনিং করতে হয়েছে। আমরা এর আগে সার্কিট ট্রেনিং আর কার্ডিও করতাম, কিন্তু এখন করি স্ট্রেন্থ ট্রেনিং। এটার ফলে শাহরুখকে আরও শক্তিশালী আরও বড় দেখতে লাগবে। আপনারা পর্দায় যে টোনড ফিগার দেখছেন সেটা বানাতে দু' বছরের বেশি সময় লেগেছে।’ শুধু জিম করেই ক্ষান্ত হন না কিং খান। খাবারের ব্যাপারেও তিনি বেশ সচেতন। তার ট্রেইনারের ভাষায়, ‘তার ডায়েটের সবকিছু মাপা থাকে। কতটা কার্ব খাবেন, কতটা ফ্যাট, কতটা প্রোটিনÑ সবকিছুই। তার নিয়মানুবর্তীতা সত্যিই প্রশংসা করার মতো।’ যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে। 

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  10:38 PM

news image

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তিনি। ইতোমধ্যে ‘পাঠান’ সিনেমায় শাহরুখের লুক দর্শকের মন জয় করেছে। ৫৬ বছর বয়সে এসে তার শরীরে অ্যাবস দেখেও অনেকে অবাক হয়েছেন। তবে এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েছেন তিনি। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন তার ট্রেইনার প্রশান্ত সুভাস সাওয়ান্ত। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি শাহরুখকে ২৪ বছর ধরে ট্রেনিং দিচ্ছি। গত চার বছর ধরে আমরা এই সিনেমার (পাঠান) প্রস্তুতি নিচ্ছি। যদিও মহামারি বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবে শাহরুখ থেমে থাকেননি। তার লুকটা যেহেতু একটু আলাদা তাই ক্রমাগত ওয়েট ট্রেনিং করতে হয়েছে। আমরা এর আগে সার্কিট ট্রেনিং আর কার্ডিও করতাম, কিন্তু এখন করি স্ট্রেন্থ ট্রেনিং। এটার ফলে শাহরুখকে আরও শক্তিশালী আরও বড় দেখতে লাগবে। আপনারা পর্দায় যে টোনড ফিগার দেখছেন সেটা বানাতে দু' বছরের বেশি সময় লেগেছে।’ শুধু জিম করেই ক্ষান্ত হন না কিং খান। খাবারের ব্যাপারেও তিনি বেশ সচেতন। তার ট্রেইনারের ভাষায়, ‘তার ডায়েটের সবকিছু মাপা থাকে। কতটা কার্ব খাবেন, কতটা ফ্যাট, কতটা প্রোটিনÑ সবকিছুই। তার নিয়মানুবর্তীতা সত্যিই প্রশংসা করার মতো।’ যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে।