শিরোনামঃ
শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য: তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে

মারা গেছেন হলিউড অভিনেতা ভ্যাল কিলমার

#
news image

হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে গলায় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার শেষ সিনেমা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে দেখানো হয়েছিল এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

নিউ ইয়র্ক টাইমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভ্যাল কিলমার মূলত ১৯৮৬ সালের ব্লকবাস্টার ‘টপ গান’ সিনেমার আইসম্যান চরিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর তিনি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েইন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি ছিল তার একমাত্র ব্যাটম্যান সিনেমা, কারণ পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এ চরিত্রটি জর্জ ক্লুনির কাছে চলে যায়।

তিনি ১৯৯৮ সালের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’-এ মোজেসের কণ্ঠ দিয়েছিলেন এবং ওয়েস্টার্ন ক্লাসিক ‘টুম্বস্টোন’-এ ডাক হলিডে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তবে তার অন্যতম সেরা অভিনয় ছিল কিংবদন্তি রকস্টার জিম মরিসনের ভূমিকায় ‘দ্য ডোর্স’ সিনেমায়। তার আরেকটি আলোচিত চরিত্র ছিল ‘হিট’ সিনেমায়, যেখানে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছিলেন।

দীর্ঘদিন ধরে সিনেমাটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে, এবং কিছুদিন আগেই পরিচালক মাইকেল ম্যান জানিয়েছিলেন যে তিনি চিত্রনাট্য জমা দিয়েছেন। ২০২১ সালে তার জীবন নিয়ে তৈরি হয় ‘ভ্যাল’ নামের একটি ডকুমেন্টারি, যেখানে তার ছেলে কণ্ঠ দিয়েছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে তার সিনেমাগুলো বিশ্বব্যাপী ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

বিনোদন ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৫,  8:23 PM

news image

হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে গলায় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার শেষ সিনেমা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে দেখানো হয়েছিল এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

নিউ ইয়র্ক টাইমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভ্যাল কিলমার মূলত ১৯৮৬ সালের ব্লকবাস্টার ‘টপ গান’ সিনেমার আইসম্যান চরিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর তিনি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েইন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি ছিল তার একমাত্র ব্যাটম্যান সিনেমা, কারণ পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এ চরিত্রটি জর্জ ক্লুনির কাছে চলে যায়।

তিনি ১৯৯৮ সালের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’-এ মোজেসের কণ্ঠ দিয়েছিলেন এবং ওয়েস্টার্ন ক্লাসিক ‘টুম্বস্টোন’-এ ডাক হলিডে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তবে তার অন্যতম সেরা অভিনয় ছিল কিংবদন্তি রকস্টার জিম মরিসনের ভূমিকায় ‘দ্য ডোর্স’ সিনেমায়। তার আরেকটি আলোচিত চরিত্র ছিল ‘হিট’ সিনেমায়, যেখানে তিনি আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছিলেন।

দীর্ঘদিন ধরে সিনেমাটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে, এবং কিছুদিন আগেই পরিচালক মাইকেল ম্যান জানিয়েছিলেন যে তিনি চিত্রনাট্য জমা দিয়েছেন। ২০২১ সালে তার জীবন নিয়ে তৈরি হয় ‘ভ্যাল’ নামের একটি ডকুমেন্টারি, যেখানে তার ছেলে কণ্ঠ দিয়েছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে তার সিনেমাগুলো বিশ্বব্যাপী ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।