শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

#
news image

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক”এই স্লোগান দিতে দিতে ফুলবাড়ী সরকারি কলেজে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা স্লোগান দিতে থাকে 'চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার', 'দফা এক দাবী এক-কোটা নট কাম ব্যাক । এরপর বেলা ১১টায় সেখান থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা

এসময় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী রাশেদ, শিক্ষার্থী আমিনুল ইসলামসহ আরও অনেকে। এসময় শিক্ষার্থীরা বলেন, শান্তিপুর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেনো হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই করতে হবে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে ঢাকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের দেয়া কর্মসূচী বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।

 

‌মোকাররম হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

১৭ জুলাই, ২০২৪,  8:07 PM

news image

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক”এই স্লোগান দিতে দিতে ফুলবাড়ী সরকারি কলেজে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা স্লোগান দিতে থাকে 'চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার', 'দফা এক দাবী এক-কোটা নট কাম ব্যাক । এরপর বেলা ১১টায় সেখান থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা

এসময় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী রাশেদ, শিক্ষার্থী আমিনুল ইসলামসহ আরও অনেকে। এসময় শিক্ষার্থীরা বলেন, শান্তিপুর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেনো হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই করতে হবে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে ঢাকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের দেয়া কর্মসূচী বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।