দুই ঘণ্টার আলোচনায় সীমিত থাকছে লালন স্মরণোৎসব

#
news image

রমজানের কারণে দোল-পূর্ণিমায় লালন স্মরণোৎসবে কাটছাঁট করা হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় প্রতি বছর তিনদিনের কমসূচি পালন হয়ে আসছিল। তবে এবার একদিনে দুই ঘণ্টার আলোচনা সভায় মাধ্যমে স্মরণোৎসবের পর্দা নামবে। স্বল্প পরিসরের আয়োজনটির মুলভাব ধরা হয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আগামীকাল রবিবার (২৪ মার্চ) শুরু হচ্ছে এ স্মরণোৎসব। এদিন লালন মুক্তমঞ্চে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে আলোচনা সভা।

আয়োজকরা বলছেন, এবার থাকছে না গ্রামীণ মেলা। তবে স্বল্প পরিসরে লালনপন্থী গায়ক-ভাবুকরা গানবাজনা করতে পারবেন। স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

স্মরণোৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আয়োজন করছে লালন একাডেমি। প্রতিবছর লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে লালন আখড়াবাড়ি এলাকায় সাধু-ভক্ত-দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এবারের লালন স্মরণোৎসব রমজান মাসে হয়ে যাওয়ার কারণে শুধু একদিনের আয়োজনে সীমাবদ্ধ থাকবে। সবার সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। এরই মধ্যে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফকির লালন শাহ জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমা রাতে অনুসারীদের নিয়ে সাধু সঙ্গ করতেন। তার মৃত্যুর পরও সেই ধারা বজায় রয়েছে।

নাগরিক প্রতিনিধি, কুষ্টিয়া

২৩ মার্চ, ২০২৪,  1:32 PM

news image

রমজানের কারণে দোল-পূর্ণিমায় লালন স্মরণোৎসবে কাটছাঁট করা হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় প্রতি বছর তিনদিনের কমসূচি পালন হয়ে আসছিল। তবে এবার একদিনে দুই ঘণ্টার আলোচনা সভায় মাধ্যমে স্মরণোৎসবের পর্দা নামবে। স্বল্প পরিসরের আয়োজনটির মুলভাব ধরা হয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আগামীকাল রবিবার (২৪ মার্চ) শুরু হচ্ছে এ স্মরণোৎসব। এদিন লালন মুক্তমঞ্চে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে আলোচনা সভা।

আয়োজকরা বলছেন, এবার থাকছে না গ্রামীণ মেলা। তবে স্বল্প পরিসরে লালনপন্থী গায়ক-ভাবুকরা গানবাজনা করতে পারবেন। স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

স্মরণোৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আয়োজন করছে লালন একাডেমি। প্রতিবছর লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে লালন আখড়াবাড়ি এলাকায় সাধু-ভক্ত-দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, এবারের লালন স্মরণোৎসব রমজান মাসে হয়ে যাওয়ার কারণে শুধু একদিনের আয়োজনে সীমাবদ্ধ থাকবে। সবার সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। এরই মধ্যে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফকির লালন শাহ জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমা রাতে অনুসারীদের নিয়ে সাধু সঙ্গ করতেন। তার মৃত্যুর পরও সেই ধারা বজায় রয়েছে।