শিরোনামঃ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ছাত্রদলকে রুখে দেওয়ার মত ক্ষমতা কারও নেই: সমাবেশে সভাপতি রাকিবুল শাহবাগ অবরোধ: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, ৩২ ঘণ্টা পর স্বাভাবিক চট্টগ্রামে ওএমএসের চাল-আটা চুরি ঠেকানো যাচ্ছে না কমিউনিটি ক্লিনিক সংকট: গ্রামীণ স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়ছে কেন? সেমিফাইনালও বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই দুই খাবার মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিজেই নিজেকে ট্রল করলেন উর্বশী

কী আছে নদীর নতুন গানে?

#
news image

চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেয়েছেন মৌমিতা তাশরিন নদী। তারপর নিজের মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে গান করেছেন এই গায়িকা।  

বলা যায়, এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তার গাওয়া বেশ কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রকাশ পেল নদীর আরো একটি নতুন গান। 'মন মানে না' শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের অফিশিয়াল ইউটিউবে।

গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। আর রিদম প্রগ্রামিং করেছেন সায়েম রহমান। নিজের এই নতুন গান নিয়ে নদী বললেন, “মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি।  ‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি একটা রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি এর মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে - গানটি পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’’ আমরা সবাই মিলে চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের মিষ্টি একটা গান উপহার দেওয়ার জন্য। তাদের কাছে গানটি ভালো লাগলে, গ্রহণযোগ্যতা পেলে আমাদের কষ্ট সার্থক হবে।'

উল্লেখ্য, এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ আরো বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৪,  8:03 PM

news image

চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেয়েছেন মৌমিতা তাশরিন নদী। তারপর নিজের মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে গান করেছেন এই গায়িকা।  

বলা যায়, এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তার গাওয়া বেশ কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রকাশ পেল নদীর আরো একটি নতুন গান। 'মন মানে না' শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের অফিশিয়াল ইউটিউবে।

গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। আর রিদম প্রগ্রামিং করেছেন সায়েম রহমান। নিজের এই নতুন গান নিয়ে নদী বললেন, “মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি।  ‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি একটা রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি এর মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে - গানটি পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’’ আমরা সবাই মিলে চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের মিষ্টি একটা গান উপহার দেওয়ার জন্য। তাদের কাছে গানটি ভালো লাগলে, গ্রহণযোগ্যতা পেলে আমাদের কষ্ট সার্থক হবে।'

উল্লেখ্য, এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ আরো বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।