ফরিদপুরে আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেলেন জমির মালিক

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, 7:46 PM
ফরিদপুরে আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেলেন জমির মালিক
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে রেজিস্টারি দলিল মূলে স্বত্ব অনুসারে দেওয়ানী জারী ১২/২০২৩ নং মামলার আদেশে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে বাদীকে। (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে ইউনিয়নের পরানপুর গ্রামের মধ্য পাড়া এলাকায় আদালতের নির্দেশে দখলদারদের নিকট থেকে উদ্ধার করে মামলার বাদী মাহামুদুন নবীকে দখলকৃত ০৪ শতাংশ জমি দখল বুঝিয়ে দিয়েছে সংশ্লিষ্ট আদালতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন। সংশ্লিষ্ট কর্মকর্তাগন সরজমিনে বিবাদী মোঃ মোস্তফা মুন্সী গংদের দখলীয় জমি থেকে অবৈধ দখলকারদের উচ্ছেদ করে ঢোল পিটিয়ে লাল নিশানা টানিয়ে দিয়ে মামলার বাদী মাহামুদুন নবীকে জমির দখল বুঝিয়া দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জজ আদালতের নাজির মোঃ রফিকুল ইসলাম, এ্যাডভোকেট কমিশনার মোঃ নুর ইসলাম, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী, পুলিশের উপপরিদর্শক (এস,আই) রকিত সহ পুলিশ সদস্যবৃন্দ। আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সিনিয়র সদর সহকারী জজ আদালত দেওয়ানী ১১৯/২০১৯ নং মামলার রায়ে পর দেওয়ানী জারী ১২/২০২৩ নং মামলার আদেশে মাহামুদুন নবীকে দখল বুঝিয়া দিয়েছে আদালত। উল্লেখ্য, সদর উপজেলার ১৬ নং পরানপুর মৌজার বি.এস ৫৪৯ নং খতিয়ান বি.এস ১৫৮০ নং দাগ বাড়ী মোট জমি ৬৪ শতাংশের মধ্যে ১৩ শতাংশ তন্মধ্যে ০৪ শতাংশ এবং উক্ত জমির মধ্যে ২টি ঘর, ১টি বাথরুম, ৩ টি পাকা ওয়ালকরা অপসারন করে দখল বুঝিয়ে দেওয়া হয়।
নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, 7:46 PM
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে রেজিস্টারি দলিল মূলে স্বত্ব অনুসারে দেওয়ানী জারী ১২/২০২৩ নং মামলার আদেশে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে বাদীকে। (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে ইউনিয়নের পরানপুর গ্রামের মধ্য পাড়া এলাকায় আদালতের নির্দেশে দখলদারদের নিকট থেকে উদ্ধার করে মামলার বাদী মাহামুদুন নবীকে দখলকৃত ০৪ শতাংশ জমি দখল বুঝিয়ে দিয়েছে সংশ্লিষ্ট আদালতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন। সংশ্লিষ্ট কর্মকর্তাগন সরজমিনে বিবাদী মোঃ মোস্তফা মুন্সী গংদের দখলীয় জমি থেকে অবৈধ দখলকারদের উচ্ছেদ করে ঢোল পিটিয়ে লাল নিশানা টানিয়ে দিয়ে মামলার বাদী মাহামুদুন নবীকে জমির দখল বুঝিয়া দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জজ আদালতের নাজির মোঃ রফিকুল ইসলাম, এ্যাডভোকেট কমিশনার মোঃ নুর ইসলাম, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী, পুলিশের উপপরিদর্শক (এস,আই) রকিত সহ পুলিশ সদস্যবৃন্দ। আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সিনিয়র সদর সহকারী জজ আদালত দেওয়ানী ১১৯/২০১৯ নং মামলার রায়ে পর দেওয়ানী জারী ১২/২০২৩ নং মামলার আদেশে মাহামুদুন নবীকে দখল বুঝিয়া দিয়েছে আদালত। উল্লেখ্য, সদর উপজেলার ১৬ নং পরানপুর মৌজার বি.এস ৫৪৯ নং খতিয়ান বি.এস ১৫৮০ নং দাগ বাড়ী মোট জমি ৬৪ শতাংশের মধ্যে ১৩ শতাংশ তন্মধ্যে ০৪ শতাংশ এবং উক্ত জমির মধ্যে ২টি ঘর, ১টি বাথরুম, ৩ টি পাকা ওয়ালকরা অপসারন করে দখল বুঝিয়ে দেওয়া হয়।