শিরোনামঃ
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ চালের বাজারে অস্থিরতা: কার স্বার্থে এই অনিয়ম? আর্জেন্টাইন র‌্যাপারের সঙ্গে রাত্রিযাপনের গুঞ্জন লামিনে ইয়ামালের! সমালোচকদের কড়া জবাব দিলেন তামান্না বাংলাদেশের ওপর  ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ রচনার মতো হয়ে গেছে—হতাশ নায়েবে আমীর সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, আইনি সুরক্ষা পাবেন আন্দোলনকারীরা: ঘোষণাপত্র পাঠ  ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

অবশেষে ভোর ৫টায় শুটিং শেষ

#
news image

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সূর্য তখনো ঘুমে, বাতাসের তাড়া খেয়ে ছুটছে মেঘপুঞ্জ। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে উচ্ছ্বসিত জিয়াউল হক পলাশ বলছেনÑ‘ফাইনালি আমাদের প্যাক আপ; এখন ভোর ৫টা বাজে।’ এ কথা শেষ না হতেই তার সঙ্গে যোগ দেন মিশু সাব্বির ও সাফা কবির। পরিচালক কাজল আরেফিন অমির ফেসবুকে শোভা পাচ্ছে একটি ভিডিও। তাতেই এমন দৃশ্য দেখা যায়। কিন্তু এত ভোরে সমুদ্র সৈকতে কী করছেন এই তিন তারকা? এমন প্রশ্ন অনেক নেটিজেনের। খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অমি নির্মাণ করছেন ‘গুড বাজ’ শিরোনামে একক নাটক। গতকাল ভোর রাতে এ নাটকের শুটিং শেষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নির্মাতা। মিশু সাব্বির বলেন, ‘টানা চার দিন বৃষ্টিতে ভিজে শুটিং করতে হয়েছে। অবশেষে শেষ হয়েছে আমাদের শুটিং। যদিও পরিচালকের প্যাক আপ হয়নি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑমিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পার্শা ইভানা প্রমুখ। গত ঈদুল ফিতরে অমি নির্মাণ করেছিলেন ‘ব্যাড বাজ’ নামে একটি নাটক। এতেও অভিনয় করেছিলেন তারা। ইউটিউব ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে ছিল নাটকটি।

প্রভাতী খবর ডেস্ক

২১ জুন, ২০২২,  10:00 PM

news image

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সূর্য তখনো ঘুমে, বাতাসের তাড়া খেয়ে ছুটছে মেঘপুঞ্জ। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে উচ্ছ্বসিত জিয়াউল হক পলাশ বলছেনÑ‘ফাইনালি আমাদের প্যাক আপ; এখন ভোর ৫টা বাজে।’ এ কথা শেষ না হতেই তার সঙ্গে যোগ দেন মিশু সাব্বির ও সাফা কবির। পরিচালক কাজল আরেফিন অমির ফেসবুকে শোভা পাচ্ছে একটি ভিডিও। তাতেই এমন দৃশ্য দেখা যায়। কিন্তু এত ভোরে সমুদ্র সৈকতে কী করছেন এই তিন তারকা? এমন প্রশ্ন অনেক নেটিজেনের। খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অমি নির্মাণ করছেন ‘গুড বাজ’ শিরোনামে একক নাটক। গতকাল ভোর রাতে এ নাটকের শুটিং শেষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নির্মাতা। মিশু সাব্বির বলেন, ‘টানা চার দিন বৃষ্টিতে ভিজে শুটিং করতে হয়েছে। অবশেষে শেষ হয়েছে আমাদের শুটিং। যদিও পরিচালকের প্যাক আপ হয়নি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑমিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পার্শা ইভানা প্রমুখ। গত ঈদুল ফিতরে অমি নির্মাণ করেছিলেন ‘ব্যাড বাজ’ নামে একটি নাটক। এতেও অভিনয় করেছিলেন তারা। ইউটিউব ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে ছিল নাটকটি।